কীভাবে দেখবেন ফল? 

  • cuet.nta.nic.in সাইটে যান 
  • হোমপেজে “CUET UG Result 2025” লিঙ্কে ক্লিক করুন
  • লগ ইন সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, ইত্যাদি লিখতে হবে 
  • ফলাফল দেখতে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন
  • ভবিষ্যতের জন্য একটি কপি ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন

CUET UG 2025 হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি, মালায়ালাম, ওড়িয়া, উর্দু, অসমীয়া, কন্নড়, পাঞ্জাবি এবং বাংলা সহ ১৩টি ভাষায় নেওয়া হয়। CUET-র মেধাতালিকা প্রকাশের পরিবর্তে যাঁরা পাঁচটি বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে তাঁদের আবেদনের নম্বর প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৭ জন পরীক্ষার্থী তাঁদের নির্বাচিত বিষয়ে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। ১৫০ জন পরীক্ষার্থী দুটো বিষয়ে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন। ২ হাজার ৬৭৯ জন ছাত্র একটি বিষয়ে একই নম্বর পেয়েছেন।