NTPC Recruitment 2024: NTPC সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ, ৭০ হাজার থেকে মিলবে বেতন
NTPC Recruitment News: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এনিটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in-এ গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীরা এই নিয়োগের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Recruitment News: সম্প্রতি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন সংস্থায় এবার বিপুল নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। অনেকগুলি শূন্যপদে এবার নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সংস্থায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে (NTPC Recruitment 2024) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব দ্রুত আবেদন করতে হবে। নিয়োগের জন্য আবেদনের (Recruitment 2024) শেষ দিন রয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৪।
২৫০ পদে নিয়োগ করবে এনটিপিসি
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এনিটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in-এ গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীরা এই নিয়োগের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে এই পদ্ধতিগুলি মেনে চলতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২৫০টি শূন্যপদ পূরণ করা হবে। ইলেকট্রিক্যাল ইরেকশন, মেকানিক্যাল ইরেকশন, কন্ট্রোল এন্ড ইন্সট্রুমেন্টেশন (সি অ্যান্ড আই), ইরেকশন অ্যান্ড সিভিল কন্সট্রাকশন ইত্যাদি বিভাগে ডেপুটি ম্যানেজারের পদে প্রার্থী নিয়োগ করা হবে।
কোন বিভাগে কত শূন্যপদ
ইলেকট্রিক্যাল ইরেকশন – ৪৫টি পদ
মেকানিক্যাল ইরেকশন – ৯৫টি পদ
কন্ট্রোল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইরেকশন (সি অ্যান্ড আই) – ৩৫টি পদ
সিভিল কনস্ট্রাকশন – ৭৫টি পদ
বয়সসীমা কত
বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ধার্য করা হয়েছে ৪০ বছর। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
আবেদন ফি কত দিতে হবে
এই নিয়োগের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা আবেদনের ফি দিতে হবে। তবে অন্যান্য সংরক্ষিত প্রার্থী, প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না।
বেতন কত পাবেন
এনটিপিসি সংস্থায় কাজের জন্য নির্বাচিত হলে মাসে ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন প্রার্থীরা। এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment News: ভারতীয় রেলে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদই বা কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI