Recruitment News: অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিভিন্ন পদে চাকরির সুযোগ, কত শূন্যপদ ? কত বেতন ?
Ordnance Factory Recruitment: আগামী ৩০ নভেম্বরের মধ্যেই করতে হবে আবেদন। এরপরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনের বদলে অফলাইন কোনো অন্য মাধ্যমে আবেদন গৃহীত হবে না এই সংস্থায়।
Ordnance Factory Jobs: সম্প্রতি অর্ডন্যান্স ফ্যাক্টরি মেডকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জুনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এবং আরও অন্যান্য পদের (Recruitment News) জন্য নিয়োগ করা হবে এই সংস্থায়। মোট ৮৬টি শূন্যপদে (Ordnance Factory Jobs) করা হবে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা এই সমস্ত পদের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। www.avnl.co.in ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন।
আগামী ৩০ নভেম্বরের মধ্যেই করতে হবে আবেদন। এরপরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনের বদলে অফলাইন কোনো অন্য মাধ্যমে আবেদন গৃহীত হবে না এই সংস্থায়। দেখে নিন এই নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য।
কোন কোন শূন্যপদে হবে চাকরি
জুনিয়র ম্যানেজার হিসেবে ৫০টি পদে চাকরি হবে।
ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য রয়েছে ২১টি শূন্যপদ।
সহায়ক বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে শূন্যপদ রয়েছে ১১টি।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হবে মাত্র ৪ জন।
কত বেতন পাবেন
অর্ডন্যান্স ফ্যাক্টরি মেডকের এই নিয়োগের ক্ষেত্রে একেকটি পদের জন্য একেক রকম বেতন মিলবে। জুনিয়র ম্যানেজার পদের জন্য বেতন পাবেন মাসে ৩০ হাজার টাকা, ডিপ্লোমা টেকনিশিয়ান পদের জন্য বেতন মিলবে মাসিক ২৩ হাজার টাকা, অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন হবে যথাক্রমে ২৩ হাজার এবং ২১ হাজার টাকা।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে ৮৫ শতাংশ ওয়েটেজ অর্থাৎ শেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর থাকবে ৮৫ শতাংশ ওয়েটেজ এবং বাকি ১৫ শতাংশ ওয়েটেজ থাকবে ইন্টারভিউর উপর। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীকে। এই সংস্থায় উল্লিখিত পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে সমস্ত পরীক্ষাতে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। সেই নম্বর অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর হবে নথি যাচাই।
আবেদন ফি কত দিতে হবে
অর্ডন্যান্স ফ্যাক্টরিতে চাকরি আবেদনের জন্য প্রার্থীদের ৩০০ টাকা জমা দিতে হবে আবেদনের ফি হিসেবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদনমূল্য লাগবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Success Story: একাকিত্ব কাটাতে রান্না শুরু, আজ তিনিই অন্যতম ধনী মহিলা ইউটিউবার; কে এই নিশা মধুলিকা ?
Education Loan Information:
Calculate Education Loan EMI