Jobs And Recruitments: হাতে বাকি অল্প সময়, রেলের কোন চাকরির আবেদন প্রক্রিয়া বন্ধ হতে চলেছে আগামীকাল?
Railway Recruitment Board Assistant Loco Pilot Recruitment 2024: মোট ৫৬৯৬টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (১ জুলাই, ২০২৪ অনুসারে)।
Jobs And Recruitments: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) আগামী ১৯ ফেব্রুয়ারি অ্যাসিসট্যান্ট লোকো পাইলটের (Assitant Loco Pilot) জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করবে। এখনও হাতে কিছুটা সময় রয়েছে। অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। আরআরবি- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। মোট ৫৬৯৬টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (১ জুলাই, ২০২৪ অনুসারে)। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় থাকবে, সরকারি নিয়ম অনুসারে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিসট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কার জন্য কত ধার্য হয়েছে
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মী, মহিলা, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি- এই ক্যাটেগরির মানুষদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ২৫০ টাকা ধার্য হয়েছে। বাকি আবেদনকারীদের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে।
যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
মোট পাঁচটি পর্যায়ে হবে নিয়োগ পদ্ধতি
- প্রথম পর্যায়ে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
- দ্বিতীয় পর্যায়েও হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
- এরপর তৃতীয় পর্যায়ে কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট হবে
- চতুর্থ পর্যায়ে রয়েছে ডকুমেন্ট ভেরিফেকশন
- আর পঞ্চম পর্যায়ে হবে আবেদনকারীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা
এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আবেদনকারীদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে বা জমা দিতে হবে
- আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডে তুলতে হবে এই ছবি এবং আপলোড করতে হবে JPEG ফরম্যাটে, ৩০ থেকে ৭০ কেবি সাইজের মধ্যে।
- আবেদনকারীর স্ক্যান করা সই আপলোড করতে হবে JPEG ফরম্যাটে যার সাইজ হবে ৩০ থেকে ৭০ কেবি
- তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারী হলে সংরক্ষণের সার্টিফিকেট দেখা হবে। বলা ভাল পিডিএফ ফরম্যাটে এই সার্টিফিকেট আপলোড করা হবে। এক্ষেত্রে ৫০০ এমবি- র সাইজে কাজ করতে হবে। বিনামূল্যের ট্রেন ট্র্যাভেল পাস- এর জন্য এই সার্টিফিকেট প্রয়োজন।
- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের নোটিফিকেশনে প্রার্থীদের সঙ্গে ১২ কপি ছবি রাখতে বলেছে। পরবর্তী পর্যায়ে এই ছবি কাজে লাগবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- রেলে বিপুল সংখ্যক শূন্যপদ, রয়েছে চাকরির সুযোগ, কোন কোন পদে হবে নিয়োগ?
Education Loan Information:
Calculate Education Loan EMI