Jobs And Recruitments: শিক্ষানবিশ পদে নিয়োগ রেলে, শূন্যপদ কত? কারা আবেদন জানাতে পারবেন?
RRC NR Recruitment: ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে আবেদনকারীদের জন্য। অনলাইনে টাকা জমা দিতে হবে। অন্য কোনও আমধ্যমে টাকা জমা দিলে তা গ্রহণ করা হবে না।
Jobs And Recruitments: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Raiway Recruitment Cell), নর্দার্ন রেলওয়ে (Nothern Railway) সম্প্রতি নিয়োগের কথা ঘোষণা করেছে। অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়েজ- এর অফিশিয়াল ওয়েবসাইট rrcnr.org- এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। মোট ৩০৮১টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১১ ডিসেম্বর এবং তা চলবে ১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত। মেরিট লিস্ট প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে।
যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া
আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশনের স্ক্রিনিং এবং স্ক্রুটিনি করা হবে। কোনও লিখিত পরীক্ষা হবে না। আবেদনকারীদের পাওয়া নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট। এই তালিকা নির্মাণের ক্ষেত্রে আবেদনকারীরা ম্যাট্রিকুলেশন/SSC/দশম শ্রেণি এবং আইটিআই- এইসব পরীক্ষায় গড়ে কত শতাংশ নম্বর পেয়েছেন তা দেখা হবে। দু'ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া হবে।
অ্যাপ্লিকেশন ফি
১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে আবেদনকারীদের জন্য। অনলাইনে টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। cash/ cheque/ money order/ IPO/ Demand Draft/ Central recruitment fee stamp- এইসব প্রক্রিয়ায় টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার সময় সেই মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
আরও পড়ুন- হাতে নেই বেশি সময়, শেষ হতে চলেছে এসবিআই ক্লার্ক নিয়োগের আবেদন প্রক্রিয়া
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
Education Loan Information:
Calculate Education Loan EMI