RBI Recruitment 2024: কনসালট্যান্ট নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক, শূন্যপদ কত ? আবেদন করবেন ?
RBI Jobs: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে মেডিক্যাল কনসালট্যান্ট পদে হবে কর্মী নিয়োগ। একটিমাত্র শূন্যপদ আছে। অস্থায়ী পদে চাকরি। চুক্তির ভিত্তিতে করতে হবে কাজ।
Job News: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় হবে কর্মী নিয়োগ। নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। তবে এই শূন্যপদে নিয়োগ স্থায়ী চাকরি নয়, বরং অস্থায়ী পদেই মেডিক্যাল কনসালট্যান্ট নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউর (RBI Recruitment 2024) ভিত্তিতেই হবে এই নিয়োগ। দেখে নিন কতগুলি শূন্যপদ আছে, কীভাবেই বা আবেদন করবেন।
কোন পদে নিয়োগ
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে মেডিক্যাল কনসালট্যান্ট পদে হবে কর্মী নিয়োগ। একটিমাত্র শূন্যপদ আছে। অস্থায়ী পদে চাকরি। চুক্তির ভিত্তিতে করতে হবে কাজ।
শিক্ষাগত যোগ্যতা
রিজার্ভ ব্যাঙ্কে মেডিক্যাল কনসালট্যান্ট পদে কাজ করতে গেলে অ্যালোপ্যাথিক সিস্টেমে মেডিকেল কাউন্সিল স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় (RBI Recruitment 2024) থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে আগ্রহী প্রার্থীর। জেনারেল মেডিসিনে যারা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তারাও এই পদে আবেদন করতে পারবেন। যে কোনও হাসপাতালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ন্যূনতম ২ বছর মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। এছাড়াও প্রার্থীর বাসস্থান বা ডিসপেনসারি রিজার্ভ ব্যাঙ্কের অফিসের ১০-১৫ কিমির মধ্যে হতে হবে।
বেতন কী হবে
এই পদ যেহেতু সম্পূর্ণ চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের জন্য, তাই এই পদে কাজের জন্য নির্বাচিত প্রার্থী প্রতি ঘণ্টা পিছু ১০০০ টাকা হিসেবে পাবেন। এছাড়া মাসিক মোট যে টাকা প্রদেয় হবে কাজের ভিত্তিতে, তাঁর উপর ১০০০ টাকা অতিরিক্ত দেওয়া হবে যাতায়াতের খরচ হিসেবে এবং ১০০০ টাকা অতিরিক্ত রি-ইমবার্সমেন্ট করা হবে মোবাইলের খরচ হিসেবে। এছাড়া অন্য আর কোনও রকম টাকা দেওয়া হবে না।
কাজের মেয়াদ
এই পদে (RBI Recruitment 2024) চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থী ৩ বছর কাজ করবেন এবং কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের ডিসপেনসারিতেই পোস্টিং হবে। অনেকগুলি ডিসপেনসারি রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। নিউ আলিপুর, সিংহী পার্ক, সল্টলেক সেক্টর থ্রি, দমদম কোয়ার্টার এবং সদর অফিসে।
কীভাবে নির্বাচন হবে
আবেদনকারী প্রার্থীদের জন্য একটি ইন্টারভিউ আয়োজন করা হয়েছে। এই ইন্টারভিউর মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ। প্রার্থীদের আবশ্যিকভাবে একটি মেডিকেল টেস্ট করাতে হবে পদে নির্বাচিত হওয়ার আগেই।
কীভাবে আবেদন করবেন
রিজার্ভ ব্যাঙ্কে মেডিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজের জন্য অফিসিয়াল নোটিফিকেশন থেকে ফাঁকা আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে তা প্রয়োজনীয় নথি সহ পূরণ করে কলকাতায় আঞ্চলিক অফিসে রিজিওনাল ডিরেক্টরকে ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ এপ্রিল। এর পরে আবেদনপত্র এলে তা বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন: TCS Jobs: TCS-এ নতুনদের জন্য দারুণ খবর,কোম্পানি করছে বড় নিয়োগ, আরও কী সুখবর ?
Education Loan Information:
Calculate Education Loan EMI