Recruitment News: কেন্দ্রীয় সামরিক বাহিনীতে বিপুল নিয়োগ, বেতন ৯২ হাজার টাকা পর্যন্ত- কীভাবে আবেদন ?
Govt. Jobs: HC (Minersterial) পদের জন্য ১২৮৩ জন কর্মীকে নেওয়া হবে যেখানে আবেদনকারীদের ন্যূনতম দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে। আবেদনের শেষ দিন ৭ জুলাই পর্যন্ত।
CAPF Recruitment News: কেন্দ্রীয় সামরিক বাহিনীতে এবার বিপুল নিয়োগ হবে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (CAPF Recruitment)। মোট ১৫২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF Jobs)। এর মধ্যে ১২৮৩ জন হেড কনস্টেবল এবং ২৪৩ জন সাব ইনস্পেক্টর নিয়োগ করা হবে। গতকাল ৯ জুন থেকে শুরু হয়েছে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া (Recruitment News) এবং এই আবেদন করা যাবে আগামী ৭ জুলাই পর্যন্ত।
কীভাবে আবেদন করবেন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর স্টেনোগ্রাফার নিয়োগের জন্য
প্রথমেই আপনাকে যেতে হবে rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে হোমপেজে গেলেই আপনি দেখতে পাবেন 'Apply Online' লেখা একটি ট্যাব আছে।
সেখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
যে সমস্ত প্রয়োজনীয় নথি দরকার, তা আপলোড করতে হবে একে একে।
এরপরে আবেদনের ফি জমা করতে হবে।
আবেদন ফর্মের একটি কপি প্রিন্ট আউট নিতে হবে।
আবেদনের বয়সসীমা
কেন্দ্রীয় সামরিক বাহিনীর HC Minesterial এবং ASI Steno Recruitment-এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা কী হবে
HC (Minersterial) পদের জন্য ১২৮৩ জন কর্মীকে নেওয়া হবে যেখানে আবেদনকারীদের ন্যূনতম দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং স্টেনোগ্রাফির দক্ষতা থাকতে হবে।
অন্যদিকে ASI (Steno) পদের জন্য ২৪৩ জন কর্মী নেওয়া হবে, আবেদনকারীকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং তাদের টাইপিং দক্ষতা থাকতে হবে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
প্রথমে হবে লিখিত পরীক্ষা।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে।
টাইপিং বা স্টেনোর দক্ষতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হবে।
তথ্য ও নথি সমস্ত যাচাই করা হবে।
মেডিকেল পরীক্ষা নেওয়া হবে সবশেষে।
কী ধরনের প্রশ্ন আসে এই পরীক্ষায়
CAPF-এ নিয়োগের জন্য যে নির্বাচনী পরীক্ষা হয় তাতে হিন্দি বা ইংরেজি ভাষা, সাধারণ বৌদ্ধিক ক্ষমতা, সংখ্যার জ্ঞান, ক্লারিকাল অ্যাপ্টিটিউড, সাধারণ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করবেন তারা তাদের ইমেলে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। পরীক্ষাকেন্দ্রে আসার সময় সেই অ্যাডমিট কার্ডের দুটি কালার কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে।
বেতন কাঠামো
CAPF-এ নিয়োগের জন্য নির্বাচিত হলে হেড কনস্টেবল (মিনেস্টারিয়াল / হাবিলদার) পদের জন্য প্রার্থীর বেতন হবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার) এবং ওয়্যারান্ট অফিসার (পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট) পদের জন্য প্রার্থীর বেতন হবে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
আরও পড়ুন: Success Story: অনাথাশ্রমে থেকে পড়াশোনা, বিলি করেছেন খবরের কাগজও! কীভাবে IAS হলেন ইনি?
Education Loan Information:
Calculate Education Loan EMI