Recruitment News: রাষ্ট্রায়ত্ত সংস্থায় লিখিত পরীক্ষা ছাড়াই অধ্যাপক নিয়োগ; কত শূন্যপদ, কারা যোগ্য ?
ESIC Jobs: মোট ১১৩টি পদের জন্য নিয়োগ করবে এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন সংস্থা। আবেদন করা যাবে আগামী ২০ মার্চ ২০২৫ পর্যন্ত।

ESIC Jobs: এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন সংস্থার পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সম্প্রতি। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সিনিয়র রেসিডেন্ট সহ (Recruitment News) আরও বেশ কিছু পদের জন্য নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যেই আবেদন শুরু (ESIC Recruitment News) হয়ে গিয়েছে, আবেদন করা যাবে আগামী ২০ মার্চ ২০২৫ পর্যন্ত। esic.gov.in ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করতে হবে।
কত শূন্যপদ
মোট ১১৩টি পদের জন্য নিয়োগ করবে এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন সংস্থা। মূলত এই নিয়োগ করা হবে এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য, ইন্দোরের শাখার জন্য এই নিয়োগ করা হবে। এর জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউর পারফরমেন্সের উপর ভিত্তি করে এই সংস্থায় প্রার্থী নির্বাচন করা হবে।
চুক্তিতে হবে নিয়োগ
তবে এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে ১ বছরের জন্য কাজের চুক্তিতে নিয়োগ পাবেন। অথবা প্রার্থীর বয়স ৭০ বছর পর্যন্ত কাজের সুযোগ থাকবে, তবে যে ক্ষেত্রে সময় কম হবে সেটিই কার্যকর হবে।
বয়সসীমা কত হবে
অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬৯ বছরের মধ্যে। আর সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় পাওয়া যাবে এই নিয়োগেও।
কীভাবে করবেন আবেদন
রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট নথির কপি স্ক্যান করে আবেদনকারী প্রার্থীদের ইমেল করতে হবে নির্ধারিত ঠিকানায়। এর সঙ্গে ইন্টারভিউর ফি জমার ডিমান্ড ড্রাফটও থাকতে হবে এর মধ্যে। আগামী ২৬ মার্চের মধ্যে এই ইমেল পাঠাতে হবে প্রার্থীদের। ইমেল আইডি হল- indore.mp@esic.gov.in।
ইন্টারভিউর জন্য অসংরক্ষিত প্রার্থীদের জমা করতে হবে ৫০০ টাকা এবং বাকি প্রার্থীদের কোনও টাকাই দিতে হবে না।
বেতন
এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনে প্রফেসর পদে নিয়োগ পেলে মাসিক বেতন হবে ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে বেতন হবে মাসিক ৭৮ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বেতন হবে মাসিক ৬৭,৭০০ টাকা।
আরও পড়ুন: Govt Job: আপনার নামে FIR হয়ে থাকলে সরকারি চাকরি পাবেন ? কী রয়েছে নিয়ম ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
