(Source: ECI/ABP News/ABP Majha)
SBI Clerk Prelims 2024: ক্লার্ক পদে নিয়োগ করছে SBI, পরীক্ষা দিতে যাওয়ার আগে মনে রাখবেন কী কী?
SBI Clerk Prelims: পরীক্ষা দিতে যাওয়ার আগে আরও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে পরীক্ষার্থীকে।
কলকাতা: স্টেট ব্যাঙ্কের ক্লার্ক (SBI Clerk Recruitment 2023) পদে নিয়োগের পরীক্ষা শুরু আগামীকাল। মোট ৪ দিন পরীক্ষা হবে। ৫ এবং ৬ জানুয়ারি ও ১১ এবং ১২ জানুয়ারি এই পরীক্ষা দিন ঠিক হয়েছে। প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড পাওয়া যাবে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে। তবে পরীক্ষা দিতে যাওয়ার আগে আরও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে পরীক্ষার্থীকে।
১. পরীক্ষার্থীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড। যা পরীক্ষাকেন্দ্রে প্রয়োজন হবে।
২. পরীক্ষার্থীর কাছে সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনও একটি নথি রাখতেই হবে।
৩. সঙ্গে রাখতে হবে নিজের ফটো। ফর্ম পূরণের সময় যে ফটো আপলোড করা হয়েছিল, সেই ফটোর ৪ থেকে ৫টি কপি রেখে দিতে হবে নিজের কাছে।
৪. পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে। যাতে পরীক্ষা শুরুর আগে যাবতীয় কাজ শেষ করা সম্ভব হয়।
৫. কোনও বিদ্যুতিন যন্ত্রই পরীক্ষাকেন্দ্রে নিয়ে ঢোকা যাবে না। মোবাইল, স্মার্ট ওয়াচের মতো কিছু নিয়ে যাওয়া যাবে না। এই রকম কিছু পরীক্ষার্থীর কাছে থাকলে তাঁর পরীক্ষা বাতিলও হতে পারে।
৬. অ্যাডমিট কার্ডে দেওয়া যাবতীয় তথ্য ভাল করে পড়ে নিতে হবে। পরীক্ষাকেন্দ্রের ঠিকানা খুঁজে আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে। যাতে সময়ের অপচয় না হয়।
এদিকে মহিলা কনস্টেবল পদে নিয়োগ করছে রাজ্য পুলিশ (West Bengal Police 2023)। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Recruitment Board) তরফে প্রকাশ করা হয়েছে পরীক্ষা সূচি। অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in –এ গিয়ে দেখা যাবে সম্পূর্ণ সূচি। আগামী বছর ২১ জানুয়ারি মহিলা কনস্টেবল পদের জন্য চূড়ান্ত লিখিত পরীক্ষা। ওয়েবসাইটেই মিলবে অ্যাডমিট কার্ড। ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
- প্রথমে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাই wbpolice.gov.in.- এ যেতে হবে।
- হোম পেজে ‘Recruitment’ ট্যাবে ক্লিক করতে হবে।
- এরপরই অ্যাডমিট কার্ডের লিঙ্ক আসবে।
- অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিতে হবে।
- এরপরই স্ক্রিনে দেখা যাবে অ্যাডমিট কার্ড।
- ভবিষ্যতের প্রয়োজনে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Job Seekers: নিয়োগ চেয়ে ফের আন্দোলনে, পথে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা
Education Loan Information:
Calculate Education Loan EMI