Job Seekers: নিয়োগ চেয়ে ফের আন্দোলনে, পথে উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা
Job Seekers Agitation: ওয়েলিংটন স্কোয়ার, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে মিছিল শেষ হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নতুন বছরে নিয়োগ চেয়ে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation)। প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীদের পর এবার উচ্চ প্রাথমিক (Upper Primary) উত্তীর্ণরা মিছিল করছেন শহরে। কলেজ স্ট্রিট থেকে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মিছিল শুরু হয়। ওয়েলিংটন স্কোয়ার, এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে মিছিল শেষ হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে।
ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা: উচ্চ প্রাথমিকের (Upper Primary) টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরিপ্রার্থী সূত্রে খবর, ২০১৪-য় পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল ২০১৬-য়। আদালতের নির্দেশে সেই প্যানেল বাতিল হয়ে যাওয়ায়, ২০২৩-এ ফের প্যানেল প্রকাশিত হয়। আদালতের নির্দেশে কাউন্সেলিংয়ের পরেও তাঁদের নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের। চাকরিপ্রার্থীদের অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্য পদে নিয়োগ অধরা। এক চাকরিপ্রার্থীর আবেদন, “২০২১-এ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরেও কোনও নিয়োগ হয়নি। একজনও স্কুলে যেতে পারেনি। মাননীয়া মুখ্যমন্ত্রী আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন।’’ আরেক চাকরিপ্রার্থীর অভিযোগ, "প্রথম কাউন্সেলিংয়ের পর একমাস হয়ে গেল। কিন্তু জয়েনিং দেয়নি।''
দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায়: নিয়োগের দাবিতে একবছরের বেশি সময় ধরে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির নিচে ধর্না বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন উচ্চ প্রাথমিকের টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার ছিল তাঁদের আন্দোলনের ৩৯৬তম দিন। দ্রুত নিয়োগের দাবিতে এদিন কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। ওয়েলিংটন স্কোয়ার, এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিল ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতেই, বিক্ষোভকারীদের একাংশ রাস্তায় বসে পড়েন। কেউ আবার রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তার জেরে দুপুর দেড়টা নাগাদ ধর্মতলা মোড়ের একাংশ অবরুদ্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় বাগবিতণ্ডা। চলে ধস্তাধস্তি। গণ্ডগোলের মধ্যে দুজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পুলিশের অ্যাম্বুল্যান্সে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত ধর্মতলা মোড় থেকে সরে গিয়ে, তাঁদের নির্দিষ্ট গন্তব্য রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্না অবস্থান শুরু করেন আন্দোলনকারীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Saayoni Ghosh: কার্জন গেট কি ছিল ১২ বছর আগে! কী বলছেন তৃণমূলের সায়নী