SBI Exam Postponed: সংক্রমণের আশঙ্কা, পিছিয়ে গেল এসবিআই-এর ক্লার্ক নিয়োগের পরীক্ষা
সংক্রমণের আশঙ্কায় ব্যাঙ্কের প্রিলিম পরীক্ষা পিছিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। কবে পরীক্ষা হতে পারে জানতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলেছে এসবিআই কর্তৃপক্ষ। সম্ভবত জুলাইতে ক্লার্ক নিয়োগের মেইন পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।
![SBI Exam Postponed: সংক্রমণের আশঙ্কা, পিছিয়ে গেল এসবিআই-এর ক্লার্ক নিয়োগের পরীক্ষা SBI Clerk Recruitment 2021: Preliminary Exam Postponed Due To Covid-19 - Check Official Notification Here SBI Exam Postponed: সংক্রমণের আশঙ্কা, পিছিয়ে গেল এসবিআই-এর ক্লার্ক নিয়োগের পরীক্ষা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/05/49360a2050405a3c793356fb40ac5d71_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : কোভিডকালে সংক্রমণের আশঙ্কায় পিছিয়ে গেল এসবিআই-এর ক্লার্ক নিয়োগের প্রাথমিক পরীক্ষা। ইতিমধ্যেই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষা পিছিয়ে দেওয়ার নোটিফিকেশন জারি হয়েছে। sbi.co.in-এ লগ ইন করলেই বিস্তারিত জানতে পারবেন পরীক্ষার্থীরা।
সোমবার এই বিষয়ে অফিশিয়াল নোটিস জারি করেছে এসবিআই কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়েছে, এখনই SBI ক্লার্কের প্রিলিম পরীক্ষা নেওয়া যাবে না। কোভিডের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জুনেই SBI clerk preliminary recruitment examination 2021-এর প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী নোটিস জারি করবে তারা।
ক্লার্ক নিয়োগের মাধ্যমে ব্যাঙ্কের জুনিয়র অ্যাসোসিয়েট পদে ৫২৩৭ জন নিয়োগ করার কথা এসবিআই-এর। জুনে প্রিলিমের পর সম্ভবত ৩০ জুলাই ব্যাঙ্কের মেইন পরীক্ষা হওয়ার কথা। মনে করা হচ্ছে, প্রিলিম পিছিয়ে যাওয়ায় এবার মেইন পরীক্ষাও পিছিয়ে যেতে পারে এসবিআই-এর। গত ২৭ এপ্রিল SBI clerk preliminary recruitment examination 2021-এর রেজিস্ট্রেশন শুরু হয়। গত ২৭ মে ছিল এই পরীক্ষায় আবেদনের শেষ দিন।
নতুন নোটিফিকেশন অনুযায়ী, এই পরীক্ষায় আবেদনকারীদের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পরীক্ষার বিষয়ে লেটেস্ট আপডেট পেতেই ওয়েবসাইট ফলো আপ করতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ক্ল্যারিকাল পদে ৫০০০ রেগুলার পোস্টে নিয়োগ করবে ব্যাঙ্ক। পাশাপাশি ২৩৭টি ফাঁকা পদেও হবে নিয়োগ। ব্যাঙ্কের কাস্টমার সাপোর্টের জন্য এই জুনিয়র অ্যাসোসিয়েটদের নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কেবল কোনও একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রিলিম, মেইন ছাড়াও স্থানীয় ভাষা সম্পর্কে পরীক্ষা নেবে এসবিআই। প্রিলিম, মেইনে উতরে গেলেও ল্যাঙ্গোয়েজ টেস্ট মাস্ট। স্থানীয় ভাষার পরীক্ষায় পাশ না করলে নিয়োগে আটকে যাবেন প্রার্থী। স্টেট ব্যাঙ্কের ক্লার্কের পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ২০-২৮ বছরের মধ্যে বয়স হতে হবে।
স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদে নিযুক্ত হলে কর্মীর মাসিক বেতন হবে ২৯,০০০ টাকা। তবে এটা মুম্বইয়ের মতো মেট্রো শহরের ক্ষেত্রে প্রযোজ্য। এই বেতনের মধ্যেই ডিএ ও অন্যান্য অ্যালাউন্স দেওয়া থাকবে। জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডারদের জন্যই এই বেতন নির্ধারিত হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)