SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, শূন্যপদ হাজারের বেশি, কীভাবে আবেদন জানাবেন?
Jobs And Recruitments: জানা গিয়েছে, পাঁচ বছরের চুক্তিভিত্তিক পদ্ধতিতে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করবে এসবিআই কর্তৃপক্ষ এবং পূরণ করা হবে ১০৪০টি শূন্যপদ।
SBI SCO Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (State Bank of India) স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (Specialist Cadre Officer) নিয়োগ হতে চলেছে। মোট শূন্যপদ রয়েছে ১০৪০টি। গত ১৯ জুলাই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং আগামী ৮ অগস্ট পর্যন্ত আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। এসবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আপনি। জানা গিয়েছে, পাঁচ বছরের চুক্তিভিত্তিক পদ্ধতিতে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করবে এসবিআই কর্তৃপক্ষ এবং পূরণ করা হবে ১০৪০টি শূন্যপদ। একজন আবেদনকারী একাধিক পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এই চাকরির মেয়াদ কিন্তু ৫ বছর। এর পাশাপাশি জানা গিয়েছে, আবেদনকারীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করার তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই দুই যোগ্যতা থাকলে তবে আবেদন করা যাবে এসবিআই- এর স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন সবিস্তারে
- সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড)- ২
- সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট)- ২
- প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি)- ১
- প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস)- ২
- রিলেশনশিপ ম্যানেজার- ২৭৩
- ভিপি ওয়েলথ- ৬৪৩
- রিলেশনশিপ ম্যানেজার- টিম লিড- ৩২
- রিজিওনাল হেড- ৬
- ইনভেস্টমেন্ট স্পেশ্যালিস্ট- ৩০
- ইনভেস্টমেন্ট অফিসারে- ৩৯
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে
শর্টলিস্ট করা হবে আবেদনকারীদের মধ্যে থেকে কিছু নাম এবং তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে। এছাড়াও থাকছে সিটিসি নেগোসিয়েশনের বিষয়টিও। ইন্টারভিউতে থাকবে ১০০ নম্বর। কোয়ালিফাইং মার্কস কত হবে তা জানাবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতে বেশি থেকে কম এই ক্রমানুসারে সাজানো হবে মেধাতালিকা। যদি দু'জন আবেদনকারী ইন্টারভিউ পর্বে একই নম্বর পান তাহলে যাঁর বয়স বেশি তিনি আগে থাকবেন মেধাতালিকায়।
কোন শ্রেণির আবেদনকারীর জন্য অ্যাপ্লিকেশন ফি কত টাকা ধার্য হয়েছে
অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ নন-রিফান্ডেবল অর্থাৎ ফেরতযোগ্য নয়। জেনারেল এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির আবেদনকারীদের ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষমদের কোনও অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশ ফি দিতে হবে। অনলাইন পেমেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে আবেদনকারীদের কাছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং - এইসব পরিষেবায় অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে।
আরও পড়ুন- উট চরাতেন শৈশবে, পাটোয়ারির কাজ করে চলত সংসার- কীভাবে সফল IPS হলেন প্রেমসুখ ?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI