Madhyamik Examination 2025 : আগামী বছর মাধ্যমিক কবে? প্রকাশ্যে দিনক্ষণ
Madhyamik Exam : চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে,২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল।
প্রকাশ সিনহা, কলকাতা: কবে থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা? ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি, শেষ হওয়ার কথা ২৪ ফেব্রুয়ারি। কোন বিষয়ে কবে পরীক্ষা, সেটিও এদিন ঘোষণা করেন তিনি।
কবে কোন পরীক্ষা?
১৪ ফেব্রুয়ারি | প্রথম ভাষা (বাংলা ইত্যাদি) |
১৫ ফেব্রুয়ারি | দ্বিতীয় ভাষা |
১৭ ফেব্রুয়ারি | ইতিহাস |
১৮ ফেব্রুয়ারি | ভূগোল |
১৯ ফেব্রুয়ারি | জীবন বিজ্ঞান |
২০ ফেব্রুয়ারি | ভৌত বিজ্ঞান |
২২ ফেব্রুয়ারি | অঙ্ক |
২৪ ফেব্রুয়ারি | ঐচ্ছিক বিষয় |
এই বছর যে ছবি....
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ ১২ ফেব্রুয়ারি অর্থাৎ আজ। পরীক্ষায় বসে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। শিক্ষামন্ত্রী জানান, এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজারের সামান্য বেশি। ২০২৩ সালের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১০০টি কমানো গিয়েছে, সাংবাদিক সম্মেলনে জানান ব্রাত্য। পরীক্ষাকেন্দ্র হিসেবে সেই স্কুলগুলিকেই বেছে নেওয়া হয়েছিল যেখানে কমপক্ষে ৩টি সিসিটিভি রয়েছে। তা ছাড়া আরও কিছু মানদণ্ডের কথাও মাথায় রেখে পরীক্ষাকেন্দ্র বাছা হয়। শিক্ষামন্ত্রীর কথায়, 'ফলে সারা রাজ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে দেখলাম।' পাশাপাশি এবার অসাধুচক্রের প্রত্যেকটি চিহ্নিত করার প্রসঙ্গও উঠে আসে শিক্ষামন্ত্রীর কথায়। তিনি জানান, এই গ্যাংগুলির প্রত্যেকটি প্রশাসনের নাগালে এসেছে। সৌজন্যে কিউআর কোড। এখনও পর্যন্ত বাতিল পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ জন। প্রসঙ্গত, এবার মাধ্যমিক শুরুর আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের ইনভিজিলেটরদের নির্দেশ দিয়ে জানানো হয়, তাঁরা যেন প্রশ্নপত্র বিলির আগে পরীক্ষার্থীদের একটি বিষয় স্পষ্ট করে বুঝিয়ে বলেন। এবার প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকনো থাকার ব্যবস্থা করেছে পর্ষদ। কেউ পাতার ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তোলে। এবং সেটি জানা গেলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা সেই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে- এমনটাই পরীক্ষার্থীদের বুঝিয়ে বলার জন্য পরীক্ষা হলের গার্ডদের বলা হয়। পরপর কয়েক বছর ধরে বারবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ছবি বাইরে এসেছে। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সেটি আটকাতেই এমন পদক্ষেপ, ধারণা শিক্ষাবিদদের একাংশের।
আরও পড়ুন:ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নিয়োগ, কোন পদে নিয়োগ করা হবে? শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI