SSC CHSL: ৩১৩১ পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, বিভিন্ন সরকারি বিভাগে হবে চাকরি; আবেদন করেছেন ?
SSC CHSL Recruitment 2025: স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড লেভেলের হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে ১০০ টাকা।

SSC CHSL Notification Out: স্টাফ সিলেকশন কমিশন আনুষ্ঠানিকভাবে তদের একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পোর্টালে এই নোটিফিকেশন পাওয়া যাবে এখন। বিগত ২৩ জুন থেকেই শুরু হয়ে গিয়েছে এর আবেদনের (SSC CHSL Exam 2025) প্রক্রিয়া। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে করতে হবে আবেদন। ১৯ জুলাই রাত ১১টার মধ্যে আবেদনের ফি জমা দিতে হবে সকল প্রার্থীকে। এই পরীক্ষা মূলত কম্পিউটার বেসড ভিত্তিতে হবে টায়ার ১ স্তরের ক্ষেত্রে এবং এই টায়ার ১ স্তরের পরীক্ষা (Recruitment News) আশা করা যায় আয়োজিত হবে ৮ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে।
কত শূন্যপদ রয়েছে
এই বছর স্টাফ সিলেকশন কমিশন ৩১৩১টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি (SSC CHSL Exam 2025) প্রকাশ করেছে। এর আগের বছর এই নিয়োগ হয়েছিল ৩৭১২টি পদের জন্য। ফলে এই বছর আসন সংখ্যা কমিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। এই পদগুলির জন্য করা হবে নিয়োগ –
লোয়ার ডিভিশন ক্লার্ক
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট
সর্টিং অ্যাসিস্ট্যান্ট
ডেটা এন্ট্রি অপারেটর
কারা করতে পারবেন আবেদন
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা সমমানের কোনও পরীক্ষায় পাশ করতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর / ভোক্তা বিষয়ক ও খাদ্য গণবন্টন মন্ত্রকে ডিইও গ্রেড এ পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান ও গণিত বিষয় সহ দ্বাদশ শ্রেণিতে পাশ করে থাকতে হবে।
প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এই বয়স গণনা করা হবে ১ অগাস্ট ২০২৫-এর নিরিখে। সরকারি নিয়মে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ছাড় রয়েছে।
আবেদনের ফি ও পদ্ধতি
স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড লেভেলের হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে ১০০ টাকা। তবে SC/ST/PwD/মহিলা/প্রাক্তন সৈনিক শ্রেণীর প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
তিন ধাপে হবে এর নির্বাচন প্রক্রিয়া –
প্রথম ধাপে অনলাইন নৈর্ব্যক্তিক প্রশ্ন
দ্বিতীয় ধাপে বর্ণনামূলক এবং স্কিল-ভিত্তিক পরীক্ষা
তৃতীয় ধাপে পদ অনুযায়ী দক্ষতা বা টাইপিং পরীক্ষা
মনে রাখতে হবে টায়ার ১ পরীক্ষার কাটঅফ নম্বর পেলে তবেই সেই প্রার্থী টায়ার ২ পরীক্ষায় বা এর পরের নির্বাচনী ধাপে পৌঁছাতে পারবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI





















