SSC GD Constable Exam 2025: পিছিয়ে গেল তারিখ, এসএসসির এই পরীক্ষার নোটিশ বেরোবে এই দিনে
SSC GD Exam Notification: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ২০২৫ সালের জন্য এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দেরির ব্যাপারে জানানো হয়েছে এবং এরপর ঠিক কবে এই বিজ্ঞপ্তি প্রকাশ পাবে সেই দিনটিও জানানো হয়েছে।
SSC Exam: এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার জন্য যে সমস্ত প্রার্থীরা অপেক্ষা করে আছেন, তাদের জন্য বড় খবর আছে। এই পরীক্ষার (SSC GD Constable Exam 2025) বিজ্ঞপ্তি যা কিনা ২৭ অগাস্ট অথবা ২৮ অগাস্ট প্রকাশ পাওয়ার কথা ছিল, তা এবার বিলম্ব হবে। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ২০২৫ সালের জন্য এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দেরির ব্যাপারে জানানো হয়েছে এবং এরপর ঠিক কবে এই বিজ্ঞপ্তি প্রকাশ পাবে সেই দিনটিও জানানো হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, এসএসএফ-এ কনস্টেবল পদের নিয়োগের জন্য এবং অসম রাইফেলে রাইফেলম্যান ও মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর পরীক্ষার এই বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এবার আগামী মাসে। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই পরীক্ষার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। এই বিজ্ঞপ্তি দেখার জন্য ssc.gov.in ওয়েবসাইটে গিয়ে সহজেই প্রার্থীরা সমস্ত তথ্য জেনে নিতে পারেন। এর জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলি মেনে চলতে হবে।
এই বিজ্ঞপ্তিতে স্টাফ সিলেকশন কমিশনের (SSC GD Constable Exam 2025) পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৪-২৫ সালের পরীক্ষার অস্থায়ী ক্যালেন্ডার অনুসারে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, এসএসএফ-এ কনস্টেবল পদের নিয়োগের জন্য এবং অসম রাইফেলে রাইফেলম্যান ও মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর নিয়োগ পরীক্ষার জন্য আবেদনপত্র প্রার্থীদের থেকে চাওয়া শুরুর কথা ছিল ২৭ অগাস্ট থেকে। এই তারিখেই স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। কিন্তু সেই বিজ্ঞপ্তি এখন আগামী ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রকাশ পাবে।
কমিশনের প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৪। এবারে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা (SSC GD Constable Exam 2025) হবে সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার ভিত্তিক। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আয়োজিত হবে এই পরীক্ষা। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমেই এই তারিখগুলি একই জানা যাবে স্পষ্টভাবে। যদি কোনও বদল হয়, তাও জানা যাবে। এ জন্য প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেই নজর রাখতে হবে।
কীভাবে চেক করবে বিজ্ঞপ্তি
সবার প্রথমে প্রার্থীদের যেতে হবে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ।
এরপরে প্রার্থীরা হোম পেজে প্রাসঙ্গিক লিঙ্কে ক্লিক করবেন।
এখন প্রার্থীর সামনে একটি পিডিএফ ফাইল খুলে যাবে।
এই ফাইলেই দেওয়া থাকবে পরীক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের।
এমনকী তারা চাইলে এই ফাইলের একটি প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন।
আরও পড়ুন: Recruitment News: শিক্ষক নিয়োগ করবে কল্যাণী বিশ্ববিদ্যালয়, কোন বিভাগে ? কত শূন্যপদ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI