SSC MTS 2024: SSC-র মাল্টি টাস্কিং স্টাফের পরীক্ষা দেবেন ? রেজিস্ট্রেশন শুরু- জানুন গুরুত্বপূর্ণ ৫ বিষয়
SSC MTS Registration: স্টাফ সিলেকশন কমিশনের অধীনে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদারের পরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে ২৭ জুন থেকে। এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে আগামী ৩১ জুলাই।
SSC MTS 2024 Registration: সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদের জন্য পরপর সুখবর। কিছুদিন আগেই স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল (SSC MTS 2024) অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এবার শুরু হল এসএসসির মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষার রেজিস্ট্রেশন। ফলে বহুদিন ধরে যারা এই পরীক্ষার জন্য অপেক্ষা করে ছিলেন, তাদের অপেক্ষার অবসান হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়েছে এসএসসি এমটিএসের (SSC MTS 2024 Registration) রেজিস্ট্রেশন। ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই সহজে এই পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবেন।
শেষ দিন কবে
স্টাফ সিলেকশন কমিশনের অধীনে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদারের পরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে ২৭ জুন থেকে। এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে আগামী ৩১ জুলাই। এই দিনের আগেই নির্ধারিত ফর্ম্যাটে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। তবে কবে পরীক্ষা হবে সে বিষয়ে কোনও তথ্য দেয়নি কেন্দ্র। সম্ভবত আগের বছরের রীতি অনুযায়ী অক্টোবর বা নভেম্বর মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এর জন্য উপরে দেওয়া লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আপনাকে।
আবেদনের ফি কত
এসএসসি এমটিএস পরীক্ষার জন্য আবেদন করতে সাধারণ অর্থাৎ অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের ১০০ টাকা আবেদনের ফি জমা করতে হবে। তবে SC / ST এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য এক্ষেত্রে কোনও আবেদন মূল্য লাগবে না। এমনকী প্রাক্তন কর্মী হলেও আবেদন ফি দিতে হবে না।
কারা আবেদন করতে পারবেন
স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণি পাশ করতে হবে। যে প্রার্থীরা এই বছর দশম পরীক্ষায় অংশ নিয়েছেন, তারাও এই পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবেন। তবে দশম উত্তীর্ণ না হলে তাদের আবেদন বাতিল বলে গণ্য করা হবে। ফলে নথি যাচাইয়ের সময় তাদের কাছে দশম পাশের শংসাপত্র থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে ১৮ বছর।
কোন কোন পদে হবে নিয়োগ
এই পরীক্ষায় নির্বাচিত হলে কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থায় সেন্ট্রাল সার্ভিস গ্রুপে প্রার্থীকে কাজে নেওয়া হবে। নন-গেজেটেড, নন-মিনেস্টেরিয়াল পদে নিয়োগ করা হবে। প্রার্থীর পদ ও যোগ্যতা অনুযায়ী তাদের বেতন ৫ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
এই মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে সুইপার, হাবিলদার, কনস্টেবল, ওয়াচম্যান, গার্ডেনার ইত্যাদি পদের জন্য নিয়োগ হবে আবেদনকারী প্রার্থীদের।
দুটি ধাপে হবে পরীক্ষা
এসএসসি এমটিএসের পরীক্ষা হয় দুটি ধাপে। প্রথম ধাপ হয় কম্পিউটার বেসড পরীক্ষা এবং পরের ধাপে অফলাইন পরীক্ষা হয়। প্রতি বছর ২৫ থেকে ৩০ লক্ষ ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন। ইংরেজি ও হিন্দি ছাড়াও আরও ১৩টি আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা হয়ে থাকে।
আরও পড়ুন: SBI Clerk Recruitment 2024: এসবিআই ক্লার্কশিপ মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, দেখবেন কীভাবে?
Education Loan Information:
Calculate Education Loan EMI