SSC Recruitment 2023: স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কোন কোন পদে হবে নিয়োগ? কত শূন্যপদ রয়েছে?
Government Service: মোট ১৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৯৮টি শূন্যপদ রয়েছে এমটিএস বা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য। অন্যদিকে ৩৬০টি শূন্যপদ রয়েছে হাবিলদারদের জন্য।
SSC Recruitment 2023: সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের নিয়োগ সংক্রান্ত এই নোটিফিকেশনে বলা হয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে এমটিএস (নন টেকনিক্যাল) এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে।
কত শূন্যপদ রয়েছে
মোট ১৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৯৮টি শূন্যপদ রয়েছে এমটিএস বা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য। অন্যদিকে ৩৬০টি শূন্যপদ রয়েছে হাবিলদারদের জন্য।
নূন্যতম বয়সসীমা
এমটিএস পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর হওয়া প্রয়োজন। অন্যদিকে হাবিলদারদের ক্ষেত্রে CBIC এবং CBN- দুটো পরীক্ষা হবে। সেক্ষেত্রে যাঁরা CBN- এর জন্য আবেদন করবেন তাঁদের নূন্যতম বয়স ২৫ বছর হতে হবে। আর যাঁরা CBIC- জন্য আবেদন করবেন তাঁদের ক্ষেত্রে নূন্যতম বয়স ২৭ বছর হওয়া প্রয়োজন।
কীভাবে নিয়োগ করা হবে অর্থাৎ নিয়োগ পদ্ধতি
এসএসসি রিক্রুটমেন্ট ২০২৩- এর অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিক্যাল এফিশিয়েন্সি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ শারীরিক পরীক্ষা- এই দুইয়ের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে প্রার্থী বাছাই হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিশদে জানানো হবে এসএসসি-র তরফে।
আবেদন পাঠানোর সময়সীমা
মাল্টি টাস্কিং নন-টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদে আবেদনের জন্য গত ৩০ জুন থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২১ জুলাই অবধি। এরপরে আবেদনকারীরা ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সংশোধন করতে পারবেন। সেপ্টেম্বর মাসে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে বলে শোনা গিয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যে প্রার্থীরা আবেদন করবেন তাঁরা ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করা থাকতে হবে। অথবা পরিচিত কোনও বোর্ডের অনুমোদনপ্রাপ্ত সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অ্যাপ্লিকেশন বা আবেদন জমা দেওয়ার ফি
১০০ টাকা দিতে হবে আবেদনকারীদের। ছাড় পাবেন ST/SC/PwBD/অবসরপ্রাপ্ত কর্মী এবং মহিলারা। অনলাইনের মাধ্যমে ফি জমা দিতে হবে। অথবা স্টেট ব্যাঙ্কের শাখায় এসবিআই চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে।
কীভাবে আবেদন করা যাবে
এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২১ জুলাই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। তবে অনলাইন ফি জমা দেওয়া যাবে ২২ জুলাই পর্যন্ত। level 1 of the pay matrix- এই অনুসারে মাসিক বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI