SBI Jobs: ৩৩২৩টি পদের জন্য নিয়োগ শুরু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, কোন বিভাগে ? কারা করতে পারবেন আবেদন ?
Job News: ৩৩২৩ টি পদের জন্য নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা চাইলে তাদের আবেদনপত্র জমা করতে পারেন।

Recruitment News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সার্কল বেসড অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৯ মে স্টেট ব্যাঙ্কের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইন আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে sbi.co.in ওয়েবসাইটে যেতে হবে।
৩৩২৩ টি পদের জন্য নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা চাইলে তাদের আবেদনপত্র জমা করতে পারেন। ৯ মে থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এই আবেদন চালু থাকবে আগামী ২৯ মে ২০২৫ পর্যন্ত। প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন এক্সাম, স্ক্রিনিং এবং ইন্টারভিউর মাধ্যমে। আর এর সঙ্গে প্রার্থীদের স্থানীয় ভাষার পরীক্ষাও নেওয়া হবে।
পদের বিস্তারিত তথ্য
৩৩২৩ জন সার্কল বেসড অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের মধ্যে বিভিন্ন সার্কলে ও রাজ্যে এই নিয়োগ করা হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত পিডিএফ দেখে নিতে হবে বিস্তারিত বিবরণের জন্য।
কী যোগ্যতা লাগবে
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এর জন্য প্রার্থীকে স্নাতক অথবা কেন্দ্র সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে সমতুল যোগ্যতা থাকতে হবে। মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কস্ট অ্যাকাউন্ট্যান্সিতে ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা কী রয়েছে
৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হতে হবে ১ মে ১৯৯৫ থেকে ৩০ এপ্রিল ২০০৪-এর মধ্যে।
আবেদনের ফি
জেনারেল, ইডব্লিউএস কিংবা ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি রয়েছে ৭৫০ টাকা আর বাকি সমস্ত সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। অনলাইনেই জমা দিতে হবে আবেদনের ফি।
বেতন কত হবে
নির্বাচিত প্রার্থীরা স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে মাসিক ৪৮ হাজার টাকা বেসিক পে পাবেন বেতন হিসেবে। এর সঙ্গে যুক্ত থাকবে আরো বেশ কিছু অ্যালাউয়েন্স। ব্যাঙ্কের নিয়ম মেনে সমস্ত সুযোগ-সুবিধেও দেওয়া হবে আপনাকে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















