Syamaprasad Mukherjee Port Recruitment : চুক্তির ভিত্তিতে জিডিএমও-নার্স নিয়োগ বন্দরে, ২৮-২৯ ইন্টারভিউ
২৮-২৯ এপ্রিল চুক্তিভত্তিক নিয়োগ হবে বন্দরে।জিডিএমও নিয়োগের জন্য ওই দুই দিন দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ইন্টারভিউ হবে। নার্সদের জন্য ইন্টারভিউয়ের সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা।
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের মেডিক্যাল ডিপার্টমেন্টে জিডিএমও ও নার্স নিয়োগ হতে চলেছে। ৬ মাসের চুক্তিভিত্তিক এই নিয়োগের ইন্টারভিউ শুরু ২৮ এপ্রিল। জিডিএমও ও নার্স পদে ৫ জন করে প্রার্থী নিয়োগ করবে বন্দর কর্তৃপক্ষ। কী যোগ্যতা থাকলে এই ইন্টারভিউতে অংশ নিতে পারেবন আপনি ?
নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ
২৮-২৯ এপ্রিল চুক্তিভত্তিক নিয়োগ হবে বন্দরে। ইতিমধ্যেই নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ। জিডিএমও নিয়োগের জন্য ওই দুইদিন দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ইন্টারভিউ হবে। নার্সদের জন্য ইন্টারভিউয়ের সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা।
আবেদনকারীর যোগ্যতা
জিডিএমও পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাশ করতে হবে। পাশাপাশি কোনও প্রতিষ্ঠান থেকে ১ বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক। এছাড়াও এক বছরের ইন্টার্নশিপ শেষে কোনও সরকারি অথবা বেসরকারি হাসপাতালে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। এক্ষেত্রে যাঁরা আইসিসিইউ, আইসিইউ, আইটিইউ, এইচডিইউতে ছিলেন তাঁদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
নার্স পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই জেনারেল নার্সিং, বিএসসি অথবা এমএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং কোর্স যাঁরা কমপ্লিট করেছেন তাঁরাও এই পদে আবেদনের যোগ্য। তবে এদের সবাইকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা অন্যান্য স্বীকৃত নার্সিং কাউন্সিল থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করে আসতে হবে। এছড়াও তাঁদের কোনও সরকারি বেসরকারি হাসপাতালে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
আবেদনকারীর বয়সসীমা
জিডিএমও পদে আবেদনের জন্য কোনও ব্যক্তির বয়স ৫০ বছরের ঊর্ধ্বে হলে চলবে না। নার্সদের ক্ষেত্রে এই বয়সের সর্বোচ্চ সীমা ৪৫ বছর। দুই পদেই ৫ জন করে নিয়োগ করবে বন্দর কর্তৃপক্ষ।
বেতন কাঠামো
জিডিএমও পদে নিযুক্ত হলে কোনও ব্যক্তি ৭৪,৮০০টাকা প্রতি মাসে বেতন পাবেন। নার্সদের ক্ষেত্রে এই অঙ্কটা আলাদা। এই ক্ষেত্রে আবেদনকারী ২৭,৯০০ টাকা সর্বোচ্চ বেতন পাবেন। তবে আনুষঙ্গিক বেশকিছু অ্যালাওয়েন্স দেওয়া হবে নার্সদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI