UPSC Success Story: ঊর্ধতনের অপমান কানে বাজে উদয়ের, UPSC-তে সফল হয়ে যোগ্য জবাব প্রাক্তন কনস্টেবলের
Uday Krishna Reddy Humiliated By Senior Cracks UPSC: কনস্টেবল পদে কর্মরত বলে এক সময় তাঁকে ছোট করেন তাঁর ঊর্ধতন। মেনে নিতে পারেননি। সঙ্গে সঙ্গে জমা দেন পদত্যাগপত্র।
Uday Krishna Reddy Humiliated By Senior Cracks UPSC: পুলিশ কনস্টেবলের পদে চাকরি হয়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন উদয়। তেলেঙ্গানার উদয়কৃষ্ণ রেড্ডি। কিন্তু উচ্চপদস্থ সার্কল ইন্সপেক্টরের তা ভালভাবে নেননি। একজন কনস্টেবল ইউপিএসসি পরীক্ষায় সফল হবেন, এমনটা মনে করেন না। তাই উদয়কে মনে করিয়ে দেন, তিনি একজন কনস্টেবল। পাশাপাশি কিছুটা সময় দেরি করে আসার জন্য তাকে এক ঘন্টা বেশি ড্রিল করান। এই অপমানই সহ্য করতে পারেননি উদয়। সঙ্গে সঙ্গে সেই দিনই পদত্যাগপত্র জমা দেন তিনি। আর সেই দিন থেকেই ইউপিএএসসি পরীক্ষার জন্য উঠেপড়ে লাগেন।
অপমানের যোগ্য জবাব
মঙ্গলবার প্রকাশিত হয়েছে ইউপিএসসি পরীক্ষার ফলাফল। তার পর থেকেই দেশের নানা প্রান্তের সফল পরীক্ষার্থীদের কথা প্রকাশ্যে আসছে। প্রকাশ্যে আসছে তাদের লড়াইয়ের স্তব্ধ করে দেওয়া কাহিনি। এদের মতোই একজন হলেন বছর তিরিশের উদয়। একটি জাতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১২ সালে পুলিশ কনস্টেবলের চাকরি পান উদয়। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা সেই পদেই ছিলেন তিনি। এই সময়ে নিজের চাকরির পাশাপাশি ইউপিএসসি প্রস্তুতিও চালিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তুতি ভালো চোখে দেখেননি তাঁর উর্ধতন কর্তৃপক্ষ। প্রায়ই তাকে এই নিয়ে কথা শুনতে হত। হাসি ঠাট্টাও চলত। শেষ একদিন অল্প দেরির জন্য অপমানিত হন । সেদিনই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন উদয়। কিন্তু তা গৃহীত হয়নি। একবছর ধরে তাকে খাতায় কলমে অনুপস্থিত হিসেবে দেখান তার উর্ধতন অফিসার। এর পর এসপির কাছে গেলে চাকরি থেকে নিস্কৃতি পান তিনি।
টানা ছয় বছর অক্লান্ত পরিশ্রম
টানা ছয় বছর ধরে খেটে গিয়েছেন। প্রথম দুইবার প্রিলিমস পাশ করতে পারেননি। কিন্তু অপমানের দিনটার মতোই এই ব্যর্থতা তার জেদ বাড়িয়ে দেয়। ফের পরীক্ষায় বসেন। এভাবে চতুর্থবারে সফল হন উদয়। প্রসঙ্গত এই বারেই প্রথম ইন্টারভিউতে দেন তিনি। তাঁর এই সাফল্যের তিনি ধন্যবাদ জানিয়েছেন নিজের আত্মীয়দের।
ঘন্টা গুণে পড়া নয়, ইচ্ছে থেকে পড়া
দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতেন উদয়। কিন্তু তার কথায় শুধু ঘণ্টা গুণে পড়াশোনা করে গেলে হবে না। সত্যিকারের মনের ইচ্ছে থাকা চাই এবং সেই অনুযায়ী খাটতে হবে। তবেই ইউপিএসসি-তে সাফল্য লাভ করা সম্ভব।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - UPSC Success Story: ইন্টারভিউয়ের আগে মাকে হারান অনিমেষ, UPSC-র দ্বিতীয় স্থান উৎসর্গ করলেন মাকেই
Education Loan Information:
Calculate Education Loan EMI