ডিগ্রি নেই, NET পাশও করেননি? তবুও হতে পারে অধ্যাপক পদে নিয়োগ
UGC: প্রকৌশল, বিজ্ঞান, মিডিয়া, সাহিত্য, উদ্যোক্তা, চারুকলা, জনসেবা, সমাজ বিজ্ঞান, সশস্ত্র বাহিনী ইত্যাদি ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই সব বিভাগে নিয়োগ হতে পারে।
University Grants Commission: বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিগগিরই নতুন ক্যাটেগরিতে অধ্যাপক নিয়োগ করা হবে। অধ্যাপনা করার জন্য নির্দিষ্ট ডিগ্রি লাগে, প্রয়োজন NET কোয়ালিফাই করাও। তবে তার বাইরেও এখন বিশেষ ক্যাটেগরিতে হবে নিয়োগ।
এখন ইউজিসি দ্বারা বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে অধ্যাপক হিসেবে, যাঁরা প্রফেসর অফ প্র্যাকটিস হিসেবে নিযুক্ত হবেন। তবে এর জন্যও কিছু নিয়ম-কানুন থাকবে। গত সপ্তাহে অনুষ্ঠিত ৫৬০ তম সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( UGC ) এই সিদ্ধান্ত নিয়েছে।
ইউজিসির নির্দেশ অনুযায়ী, প্রকৌশল, বিজ্ঞান, মিডিয়া, সাহিত্য, উদ্যোক্তা, চারুকলা, জনসেবা, সমাজ বিজ্ঞান, সশস্ত্র বাহিনী ইত্যাদি ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই সব বিভাগে নিয়োগের জন্য যোগ্য হবেন। এই অনুসারে, নির্দিষ্ট পেশায় বিশেষজ্ঞ ব্যক্তি এবং যাঁদের অভিজ্ঞতা কমপক্ষে ১৫ বছর, তাঁরা পাবেন সুযোগ । তিনি Professor of Practice- র জন্য যোগ্য হবেন। ইউজিসি আগামী শিক্ষাবর্ষ থেকেই এই অধ্যাপকদের নিয়োগ দেবে বলে আশা করা হচ্ছে।
তিন বছরের চাকরির মেয়াদ
Professor of Practice অধ্যাপক পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার পর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তাঁদের মূল্যায়ন করবে। এরপরই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন এবং মেয়াদ বাড়ানোর জন্য তাদের নিজস্ব পদ্ধতি নির্ধারণ করতে পারে। এই ধরনের পদের চাকরি তিন বছরের বেশি হবে না। এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে ১ বছরের জন্য বাড়ানো যেতে পারে।
কমিটি সিদ্ধান্ত নেবে
সিদ্ধান্ত অনুযায়ী, উপাচার্য ও পরিচালক Professor of Practice প্রফেসরের জন্য বিশিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে মনোনয়ন আমন্ত্রণ জানাতে পারবেন। এরপরই এসব মনোনয়ন কমিটি বিবেচনা করবে। কমিটিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দুজন সিনিয়র অধ্যাপক এবং একজন বিশিষ্ট বাইরের সদস্য থাকবেন।
Website- ugcnet.nta.nic.in, www.nta.ac.in
ইউজিসি নেট পরীক্ষা দিতে গেলে যে কোনও UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিদিষ্ট বিষয়ের স্নাতকোত্তর এবং নিজস্ব বিষয়ে অন্তত ৫৫% শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসসর বা লেকচারার হওয়া যায়। 1989-90 সাল থেকে এই উজিসি নেট পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। এটি পাশ করাই অধ্যাপনার পথে এগনোর পয়লা ধাপ।
Education Loan Information:
Calculate Education Loan EMI