UGC NET 2024: জুনের নেট দেবেন ? সময় বাড়াল ইউজিসি- কতদিন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ?
UGC NET Application: আগামী ১৫ মে পর্যন্ত চলবে জুনের নেটের (UGC NET 2024) রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই পরীক্ষার জন্য আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন বদলে হয়েছে ১৬-১৭ মে রাত্রি ১১.৫৯ টা পর্যন্ত।
UGC NET Application: সময়সীমা বাড়ল ইউজিসি নেট রেজিস্ট্রেশনের। আগের বিজ্ঞপ্তি অনুসারে ১০ মে পর্যন্তই ছিল জুনের ইউজিসি নেটের রেজিস্ট্রেশনের শেষ দিন। তবে গতকাল রাতেই ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সময়সীমা বর্ধিত করেন। এবার আগামী ১৫ মে পর্যন্ত উৎসাহী পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন জুন মাসের নেটের (UGC NET 2024) জন্য। এর আগে পরীক্ষার্থীদের অনুরোধে নেটের দিনও বদলে গিয়েছিল। ১৬ জুনের বদলে নেট ২০২৪ হবে ১৮ জুন।
রেজিস্ট্রেশন চলবে ১৫ মে পর্যন্ত
আগামী ১৫ মে পর্যন্ত চলবে জুনের নেটের (UGC NET 2024) রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই পরীক্ষার জন্য আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন আগে ছিল ১১-১২ মে, এবার সেই দিন বদলে হয়েছে ১৬-১৭ মে রাত্রি ১১.৫৯ টা পর্যন্ত। পরীক্ষার্থীদের আবেদনে কোনও ভুল থাকলে তা সংশোধন করে নেওয়ার জন্য ইউজিসি নেটের কারেকশন উইন্ডো খুলে যাবে ১৮ মে, ২০২৪। ২০ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত খোলা থাকবে এই কারেকশন উইন্ডো।
আবেদনের ফি
এই পরীক্ষা (UGC NET 2024) দেওয়ার জন্য আবেদনকারীদের ফি হিসেবে সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১১৫০ টাকা, ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি ৬০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য ৩২৫ টাকা আবেদনের ফি জমা করতে হবে। তবে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না নেট ২০২৪-এ।
কীভাবে আবেদন করবেন
প্রথমে ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে UGC NET June 2024 লিঙ্কে ক্লিক করতে হবে হোমপেজ থেকে।
এরপর দেখা যাবে New Candidate Register Here ট্যাবটি, এখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে আগ্রহী প্রার্থীদের।
নিজের পছন্দমত একটা পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন বসাতে হবে। তারপর লগ ইন করতে হবে।
অ্যাপ্লিকেশন নম্বর এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে লগ ইন করার সময়।
নির্দিষ্ট উল্লিখিত নথি আপলোড করতে হবে ওয়েবসাইটে।
আবেদনের ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ হলে তাঁর একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI