UGC NET Exam : শেষ মুহূর্তে পিছিয়ে গেল ১৫ জানুয়ারির নেট, কবে ফের পরীক্ষা ?
NET Exam 2024: এই পরীক্ষার পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে। তবে ১৬ জানুয়ারির পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে।

NET Exam 2024: আপাতত পিছিয়ে গেল UGC-NET-এর ১৫ জানুয়ারির পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, পোঙ্গল, মকর সংক্রান্তি ও অন্যান্য উত্সবগুলির কারণে UGC NET ডিসেম্বর 2024 পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এই পরীক্ষার পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে। তবে ১৬ জানুয়ারির পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে।
কী জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি
এনটিএ এক বিবৃতিতে বলেছে, “ পোঙ্গল, মকর সংক্রান্তি এবং অন্যান্য উৎসবের কারণে 15 জানুয়ারি 2025 তারিখে UGC - NET ডিসেম্বর 2024 পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) শুধুমাত্র 15 জানুয়ারি 2025-এ নির্ধারিত UGC-NET ডিসেম্বর 2024 পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। 16 জানুয়ারি 2025 তারিখে নির্ধারিত পরীক্ষা পূর্বের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।"
তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী কী বলেছেন
UGC-NET ডিসেম্বর 2024 পরীক্ষা 3 থেকে 16 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। ৭ জানুয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই বিষয়ে চিঠি লিখেছিলেন। তিনি বলেছেন, এই নির্দিষ্ট সময় পোঙ্গল উৎসব রয়েছে। তাই UGC-NET পরীক্ষার দিনক্ষণ বদলালে সুবিধা হবে সবার।
আরও পড়ুন : UPI 123 Payment: ইন্টারনেট নেই ! UPI-তে তাও করতে পারবেন টাকার লেনদেন, কীভাবে জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
