UIDAI Recruitment 2022: UIDAI-তে চাকরির সুযোগ, এই পদগুলিতে হবে নিয়োগ
UIDAI অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর , JTO অর্থাৎ জুনিয়র ট্রান্সলেশন অফিসার ছাড়াও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। দিল্লিতে সংস্থার সদর দফতরের জন্য হচ্ছে এই নিয়োগ।
UIDAI Recruitment 2022: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) । UIDAI অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর , JTO অর্থাৎ জুনিয়র ট্রান্সলেশন অফিসার ছাড়াও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। দিল্লিতে সংস্থার সদর দফতর ও বিভিন্ন স্টেট অফিসের জন্য হচ্ছে এই নিয়োগ। ডেপুটেশনের নিয়ম মেনেই এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে UIDAI।
UIDAI Recruitment 2022: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, UIDAI তার সদর দফতর নয়াদিল্লিতে ডেপুটেশনের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জুনিয়র ট্রান্সলেশন অফিসার ছাড়াও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের পদ পূরণ করতে ইচ্ছুক। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত ফর্ম পূরণ করে যোগ্য প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (এইচআর), ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), ৪র্থ তলা, বাংলা সাহেব মার্গ, কালী মন্দিরের পিছনে, গোল মার্কেট, নয়াদিল্লি - 110001 ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
UIDAI Recruitment 2022: বেসরকারি কর্মচারী ও প্রার্থীরা আবেদন করার যোগ্য নন
বিজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগের ক্ষেত্রে আাগামী 23 মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। যেহেতু এই শূন্যপদগুলি ডেপুটেশনের ভিত্তিতে পূরণ করা হবে, তাই বেসরকারি কর্মচারী ও প্রার্থীরা এই কাজের যোগ্য নন। অর্থাৎ, কেবল কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারের অধীন বিভাগের কর্মচারী বা সরকারি ক্ষেত্রে কর্মরত সরকারি কর্মচারীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখের পরে প্রাপ্ত আবেদনগুলি বিবেচনা করা হবে না। প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য UIDAI ওয়েবসাইট www.uidai.gov.in -এর ক্যারিয়ার সেকশনে যেতে পারেন।
UIDAI নিয়োগের বিবরণ
Assistant Director) - 01
Junior Translation Officer - 01
Assistant Section Office- 03
আরও পড়ুন : Jobs In West Bengal: কলকাতায় স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদনের শেষ তারিখ জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI