Jobs In West Bengal: কলকাতায় স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদনের শেষ তারিখ জানেন ?
English Stenographer Jobs: ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কনজুমার ডিসপুট রিড্রেসাল কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কলকাতায় ইংলিশ স্টেনোগ্রাফার পদে ৩ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ
English Stenographer Jobs: ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কনজুমার ডিসপুট রিড্রেসাল কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কলকাতায় ইংলিশ স্টেনোগ্রাফার পদে ৩ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে বলা হয়েছে। নিচে নির্ধারিত তারিখ ও স্থান বলে দেওয়া হয়েছে।
ENGLISH STENOGRAPHER – 03
Jobs In West Bengal: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ ও স্টেনোগ্রাফির জ্ঞান থাকা বাধ্যতামূলক। সঙ্গে কম্পিউটারে টাইপ করার ক্ষমতা ছাড়াও কম্পিউটারে প্রাথমিক কাজের জ্ঞান থাকতে হবে চাকরিপ্রার্থীর।
Jobs In West Bengal: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 64-র মধ্যে হতে হবে। এই কাজের জন্য পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে 15000/- টাকা দেওয়া হবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য বিজ্ঞাপন দেখতে হবে।
পরীক্ষার তারিখ ও স্থান:
এই পদে জন্য চাকরিপ্রার্থীদের 12/03/2022 তারিখে ইন্টারভিউ হবে। নিচে পরীক্ষার স্থান দিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনও বিষয়ে জানতে চাইলে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞাপনটি দেখতে হবে।
স্থান: WBSCDRC-এর অফিস, ক্রেতা সুরক্ষা ভবন , ১১ এ মীরজা গালিব স্ট্রিট কলকাতা- 700087 এর নিচতলায় ইন্টারভিউ হবে চাকরিপ্রার্থীদের। উপরে দেওয়া তথ্য সংক্ষিপ্ত. শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নিতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কনজুমার ডিসপুট রিড্রেসাল কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
Official website of District Consumer Disputes Redressal Commission, Kolkata — https://wbsetcl.in
আরও পড়ুন : WBSETCL Jobs: স্টেট ইলেকট্রিসিটিতে চাকরির সুযোগ, ৬২টি পদে হবে নিয়োগ
আরও পড়ুন : SBI Update: প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৩০ শতাংশ সুদ, বিশেষ FD স্কিমে টাকা জমার সময়সীমা বাড়াল এই ব্যাঙ্ক
Education Loan Information:
Calculate Education Loan EMI