Recruitment News: আধার দফতরে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, বেতন মিলবে দেড় লাখ পর্যন্ত
UIDAI Recruitment 2024: যে সমস্ত আবেদনকারী প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ ফিনান্স বা SAS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
UIDAI Recruitment: ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা আধার দফতরে এবার চাকরির সুযোগ। দুই ধরনের পদের জন্য করা হবে নিয়োগ। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথিরিটি অফ ইন্ডিয়াতে আবেদনকারী প্রার্থীরা (Recruitment News) দেখে নিতে পারেন কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটেই (UIDAI Recruitment) এই নিয়োগের আবেদন করা যাবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।
এই নিয়োগের মাধ্যমে UIDAI সংস্থায় অফিসার বা আধিকারিক পদে করা হবে নিয়োগ। ডেপুটি ডিরেক্টর এবং সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পদের জন্য এই সংস্থায় নিয়োগ করা হবে। মূলত এই সংস্থার সদর দফতর অর্থাৎ হায়দরাবাদে ।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত আবেদনকারী প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যাকাউন্ট্যান্ট, এমবিএ ফিনান্স বা SAS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও সেই প্রার্থীদের ন্যূনতম ৫ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
বেতন
ডেপুটি ডিরেক্টর পদে নির্বাচিত হলে আবেদনকারীদের বেতন হবে মাসে ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা পর্যন্ত। আর অন্যদিকে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার হিসেবে নিয়োগ পেলে প্রার্থীদের মাসিক বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত। ডেপুটি ডিরেক্টরের বেতন হবে লেভেল ১১ অনুযায়ী এবং সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পদের জন্য বেতন হবে লেভেল ১০ অনুযায়ী।
আবেদনের পদ্ধতি
আধার দফতরে নিয়োগের জন্য প্রার্থীকে প্রথমে আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপর তা যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট নথি সহ তা জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ডাকযোগে পাঠাতে হবে আবেদনপত্র। এই সংস্থায় নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমেই করা হবে নিয়োগ। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, রিজিওনাল অফিস 6th ফ্লোর, স্বর্ণজয়ন্তী কমপ্লেক্স, মথুরাবনমের কাছে, আমীরপত, হায়দরাবাদ, পিন- ৫০০০৩৮।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI