Upper Primary: উচ্চ প্রাথমিকের প্রথম দফার কাউন্সেলিং শুরু এই দিন থেকে, বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC
Upper Primary Teacher Recruitment: পুজোর পরেই আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। আজ ২৩ অক্টোবর বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
কলকাতা: জট কাটতে চলেছে এবার। উচ্চ প্রাথমিকের নিয়োগ স্থগিত ছিল বিগত ৮ বছর ধরে। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল উচ্চ প্রাথমিকের চূড়ান্ত প্যানেল। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তারও আগে দুবার মেধাতালিকা (Upper Primary Recruitment) প্রকাশ পেয়েছিল, কিন্তু দুর্নীতির অভিযোগে দুবারই মেধাতালিকা বাতিল হয়ে যায়। আদালতের নির্দেশে তৃতীয়বার মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এবং তার ভিত্তিতে এবারে শুরু হবে প্রার্থীদের কাউন্সেলিং। কমিশন সূত্রে জানা গিয়েছিল যে পুজোর আগেই শুরু হবে কাউন্সেলিং, বাকি দফার কাউন্সেলিং হবে পুজোর পরে। কিন্তু তা ঘটেনি। পুজোর পরেই আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। আজ ২৩ অক্টোবর বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
কাউন্সেলিং কবে থেকে শুরু
আজ ২৩ অক্টোবর স্কুল সার্ভিস কমিশন এই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করেছে বিজ্ঞপ্তির মাধ্যমে। এর আগে ২৮ অগাস্ট কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের তৃতীয়বার চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন, ২৬ সেপ্টেম্বর প্রকাশিত সেই মেধাতালিকার ভিত্তিতেই এই কাউন্সেলিংয়ের দিন জানানো হয়েছে। বাংলা, ইংরেজি, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইতিহাস, ভূগোল, সংস্কৃত বিষয়ের আলাদা আলাদা কাউন্সেলিংয়ের দিন জানানো হয়েছে এবং কোন বিষয়ের জন্য কতজন প্রার্থীকে ডাকা হবে তাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। সমস্ত নিয়োগই হবে বাংলা মাধ্যমের জন্য।
কবে কোন বিষয়ের কাউন্সেলিং
বিজ্ঞপ্তিতে তালিকা থেকে জানা যায় আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। বাংলা ও ইংরেজির প্রার্থীদের কাউন্সেলিং চলবে ১১ নভেম্বর, ১৪ নভেম্বর ও ১৬ নভেম্বর তারিখে। পিওর সায়েন্স ও বায়োসায়েন্সের কাউন্সেলিং হবে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৫ নভেম্বর। ইতিহাসের কাউন্সেলিং ধার্য হয়েছে আগামী ২৩ ও ২৫ নভেম্বর, সংস্কৃত ও ভূগোল বিষয়ের কাউন্সেলিং শুরু হবে আগামী মাসের ২৬ ও ২৭ তারিখে। কাউন্সেলিংয়ের দিন প্রত্যেক প্রার্থীকেই সকাল ৯টার মধ্যে রিপোর্ট করতে হবে আচার্য সদনে। প্রতিটি বিষয়ের জন্য কতজন করে প্রার্থী ডাকা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: NCERT: বিনামূল্যে নিতে পারবেন JEE, NEET-এর প্রস্তুতি, পড়ুয়াদের আরও সুবিধে দিল NCERT
Education Loan Information:
Calculate Education Loan EMI