‘সমস্যা নয়, সমাধান হতে চাই’ কেন বললেন UPSC-তে সপ্তম জম্মু কাশ্মীরের আনমোল ?
UPSC 2023 7th Rank Holder Anmol Rathore: জম্মু-কাশ্মীর থেকে ইউপিএসসি-তে সপ্তম স্থান অর্জন করেছেন আনমোল রাঠোর। নিজের লক্ষ্যের ব্যাপারে সংবাদমাধ্যমকে কী জানালেন তিনি ?
UPSC 2023 7th Rank Holder Anmol Rathore: মঙ্গলবার প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল। এই ফলাফলেই এই বছর স্থান করে নিল জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের বাসিন্দা আনমোল রাঠোর ইউপিসি পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেছেন। বরাবরই পড়াশোনায় মেধাবী ছিলেন আনমোল । মেয়েদের মধ্যে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। মঙ্গলবার এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের সম্পর্কেও জানিয়েছেন আনমোল (Anmol Rathore)।
প্রত্যন্ত গ্রামের পড়ুয়া
জম্মু ও কাশ্মীরের ( J&K Anmol Rathore UPSC) দোদা জেলার ভারদেওয়া টাউনের উরদানা গ্রামের বাসিন্দা আনমোল। কিস্তওয়ার জেলাতে ছোটবেলায় ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেন আনমোল। এর পর জম্মুতে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেন। আইনের ছাত্রী আনমোল। গুজরাটের জাতীয় আইন বিশ্ববিদ্যালয় থেকে ২০২১ সালে আইনে স্নাতক ডিগ্রি পাশ করেন তিনি। এর পরই সিভিল সার্ভিস পরীক্ষার জধ্য প্রস্তুতি শুরু করেছিলেন।
জম্মু ও কাশ্মীরের সিভিল সার্ভিসে প্রথম স্থান অর্জন
এই প্রস্তুতির প্রথম ধাপে জম্মু ও কাশ্মীর কমবাইনড কমপিটিটিভ পরীক্ষাও দেন তিনি। এই পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছিলেন আনমোল। জম্মু-কাশ্মীর লেফটেন্যান্ট গর্ভনরের থেকে ভূয়সী প্রশংসাও পান গত বছর। জম্মু-কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য তাঁর প্রশিক্ষণ শুরু হয়েছিল ইতিমধ্যে। কিন্তু এতেই থেমে থাকেননি মেধাবী ছাত্রী। সারা দেশ জুড়ে আয়োজিত ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন একই সঙ্গে। যথাসময়ে এই পরীক্ষায় বসেন। অধ্যাবসায় ও মেধার জোরেই শেষ পর্যন্ত ইউপিএসসি ২০২৩ পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করলেন আনমোল (Anmol Rathore UPSC 7th)।
লক্ষ্যে অবিচল আনমোল
ইউপিএসসি পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করার পর নিজের লক্ষ্য নিয়ে মুখ খুলেছেন আনমোল। সংবাদমাধ্যমকে এই দিন একটি সাক্ষাৎকার দেন তিনি। তাঁর কথায়, এই পরীক্ষায় অন্যান্য রাজ্যের সঙ্গেও প্রতিযোগিতা চলে। ফলে ইউপিএসসি পরীক্ষা আরও কঠিন। সফল হওয়ার পর তাঁর লক্ষ্য সমাজের সব স্তরের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। যে সুযোগসুবিধাগুলি প্রত্যেকের জন্য নির্ধারিত করা হয়েছে, সেগুলিই তিনি পৌঁছে দিতে চান। সেই ব্যাপারে কাউকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তা দেখবেন তিনি। অন্যদিকে সমাজের উন্নতির জন্যও কাজ করতে চান বলে জানিয়েছেন আনমোল।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - UPSC Success Story: বাড়িতে না বলেই UPSC দিয়েছিলেন সিদ্ধার্থ, চতুর্থ স্থান অর্জন করে চমকে দিলেন বাবা-মাকে
Education Loan Information:
Calculate Education Loan EMI