UPSC CSE Exam 2025: UPSC-র সিভিল সার্ভিসের পরীক্ষায় আবেদনের নিয়মে বড় বদল, এই কাজ না করলেই আবেদন বাতিল
UPSC CSE Exam 2025 Application: এর আগে যে সমস্ত প্রার্থী ইউপিএসসির সিভিল সার্ভিস মেনসের জন্য নির্বাচিত হতেন কেবলমাত্র তাদেরকেই নথি স্ক্যান করে আপলোড করতে হত, এই বছর থেকে বদলে গেল নিয়ম।

UPSC Exam: গত বুধবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমস ২০২৫-এর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আর এই বছর থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় আবেদনের নিয়মে বড় বদল এনেছে ইউপিএসসি। এবার থেকে প্রত্যেক আগ্রহী আবেদনকারীকে প্রিলিমসের আবেদনের সময়েই অনলাইনে তাদের নির্দিষ্ট বেশ (UPSC CSE 2025) কিছু নথি আপলোড করতে হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জাতির প্রমাণপত্র, প্রতিবন্ধী হলে তার প্রমাণপত্র ইত্যাদি এবং জন্মের শংসাপত্র আবশ্যিকভাবে আপলোড (UPSC Exam 2025) করতে হবে সকল প্রার্থীকে। ইউপিএসসি প্রিলিমস ২০২৫-এর আবেদনের সময়েই এই কাজ করতে হবে, নচেৎ প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
এর আগে যে সমস্ত প্রার্থী ইউপিএসসির সিভিল সার্ভিস মেনসের জন্য নির্বাচিত হতেন কেবলমাত্র তাদেরকেই নথি স্ক্যান করে আপলোড করতে হত, তবে এই বছর থেকে আবশ্যিকভাবে প্রার্থীদের প্রিলিমস পরীক্ষার আগেই সমস্ত নথি আপলোড করতে হবে, সংশ্লিষ্ট সমস্ত সার্টিফিকেট জমা দিতে হবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ইউপিএসসি জানিয়েছে, 'সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আবেদনে ইচ্ছুক সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে, সমস্ত তথ্য ঠিকভাবে জমা করতে হবে এবং সংশ্লিষ্ট নথিও একইসঙ্গে আপলোড করতে হবে। যেমন জন্মের শংসাপত্র, জাতির প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণাদি, সার্ভিস প্রেফারেন্স ইত্যাদি অনলাইন আবেদনের সময়েই জমা করতে হবে'।
ইউপিএসসি পরীক্ষায় আবেদনের নিয়মে এই বদল আনার মূলে প্রধান কারণ হিসেবে সাম্প্রতিক পূজা খেড়কারের জালিয়াতির ঘটনাকেই ইঙ্গিত করেছে ইউপিএসসি। প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেড়কারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি তার নথি জাল করেছেন এবং ভুল তথ্য বোর্ডকে জানিয়েছেন এবং বাড়তি সুবিধে পাওয়ার জন্য মিথ্যাচার করেছেন যাতে বেশিবার তিনি পরীক্ষায় বসতে পারেন। এমনকী সংরক্ষণ পাওয়ার জন্য তিনি ভুয়ো প্রতিবন্ধী প্রমাণপত্রও জমা দিয়েছিলেন, আর এর সুযোগ নিয়েই মোট ১২বার তিনি পরীক্ষায় বসেছিলেন যেখানে সর্বসাকুল্যে একজন সংরক্ষিত প্রার্থী ৯বার পরীক্ষায় বসতে পারেন।
আর কিছুদিন পরেই শুরু হবে সিবিএসইর বোর্ড পরীক্ষা। সেখানেও বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার আগে আগে কড়া নির্দেশিকা জারি হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ আটক করা হলে পরপর ২ বছর তার পরীক্ষা বাতিল করা হবে।
আরও পড়ুন: CBSE: মোবাইল নিয়ে ধরা পড়লেই পরীক্ষা বাতিল, ভুয়ো খবর ছড়ালে শাস্তি; বোর্ড পরীক্ষার আগে বড় ঘোষণা CBSE-র
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
