UPSC IFS Exam 2022: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে পরীক্ষার বিজ্ঞপ্তি, এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Indian Forest Service Examination, 2022: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
Indian Forest Service Examination, 2022: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছে। Union Public Service Commission (UPSC)-র এই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২২ সালের প্রিলিমিনারি পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের অনলাইনে ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
INDIAN FOREST SERVICE EXAMINATION-2022
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অ্যানিম্যাল হাসবেন্ডরি অ্যান্ড ভেটেনারি সায়েন্স, বটানি , কেমেস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিসটিক্স, জুলজি, ফরেস্ট্রি, এগ্রিকালচার ছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ের মতো যেকোনও একটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এই বিষয়ে বিশদে জানতে UPSC-র অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।
UPSC IFS Exam 2022: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-র জন্য বয়স সীমায় ৫ বছর, OBC-দের জন্য ৩ বছর ও PWD বিভাগের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। পুরোটাই সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিসেস (মেন) পরীক্ষা, 2022 এর জন্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (প্রিলি) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার তারিখের বিষয়ে ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নিন।
INDIAN FOREST SERVICE EXAMINATION-2022: কীভাবে আবেদন করবেন ?
এই পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।https://www.upsc.gov.in 22/02 তারিখের আগে অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দিতে হবে। সেখানে সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখাবে। যা ভবিষ্যতের প্রামাণ্য নথির জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট-আউট করে নিতে হবে।
Official website of Union Public Service Commission (UPSC) — https://www.upsc.gov.in
আরও পড়ুন : Rupashree Prakalpa Jobs: রূপশ্রী প্রকল্পে চাকরির সুযোগ, এই জেলায় হচ্ছে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI