Success Story: ৯ ঘণ্টা বেসরকারি সংস্থায় চাকরি সামলে পড়াশোনা, কোচিং ছাড়া বাড়িতে পড়েই সফল IAS শ্বেতা
UPSC Success Story: সকালবেলায় অফিসের কাজ করতেন শ্বেতা আর অফিস থেকে ফিরে সন্ধে থেকে রাত অবধি চলত তার পড়াশোনা। কীভাবে সফল আইএএস হলেন শ্বেতা ?

UPSC Exam: পরিশ্রম আর সঠিক দিশায় নিষ্ঠার সঙ্গে মনোযোগ দিলে অনেক কঠিন পরীক্ষাতেই উত্তীর্ণ হওয়া সম্ভব। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষাতে বহু লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভিড় থেকে সফল হওয়া সহজ নয়, কিন্তু এই কঠিন কাজকেই (Success Story) সফল করে দেখিয়েছেন শ্বেতা ভারতী। সফল আইএএস অফিসার হয়ে দেখিয়ে দিয়েছেন কীভাবে চাকরি সামলে, কোচিং ছাড়া বাড়িতে পড়েও ইউপিএসসির কঠিন প্রাচীর ভেঙে আইএএস (IAS Shweta Bharti) হওয়া যায়। বলা হয় যে দিনে ১০-১২ ঘণ্টা করে পড়াশোনা করলে তবেই সাফল্য আসবে। কিন্তু এই ধারণা একেবারে ভেঙে দিয়েছেন শ্বেতা। ৯ ঘণ্টা চাকরি করেও নিজে পড়াশোনা (UPSC Exam) করেছেন, প্রস্তুতি নিয়েছেন। কীভাবে সাফল্য এল শ্বেতার জীবনে ?
দেশের অন্যতম বড় সংস্থায় কাজ করতেন শ্বেতা
বিহারের বাসিন্দা শ্বেতা ভারতী ২০২১ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সফল আইএএস অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি। বিহারের নালন্দা জেলার রাজগির বাজারে জন্ম ও বেড়ে ওঠা শ্বেতার। এখানেই তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই তিনি সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখতেন। বেসরকারি সংস্থায় চাকরি করেও সেই স্বপ্নের পিছনে ছোটা বন্ধ হয়নি তার। চাকরি করে, পরিবারের সমস্ত দায়িত্ব সামলেও প্রস্তুতিতে ঘাটতি ছিল না শ্বেতার। তবু একবারের জন্যও কাজ ছেড়ে দেওয়ার কথা বলেননি তিনি।
দিনে কাজ, রাতে পড়া
সকালবেলায় অফিসের কাজ করতেন শ্বেতা আর অফিস থেকে ফিরে সন্ধে থেকে রাত অবধি চলত তার পড়াশোনা। তবে তিনি নিজেও স্বীকার করেছেন যে চাকরি সামলে পড়াশোনাও সমানতালে চালিয়ে যাওয়া সহজ কথা নয়। এই সময়ে সমাজমাধ্যম এবং অনলাইন কমিউনিটি থেকে একেবারে নিজেকে দূরে নিয়ে চলে গিয়েছিলেন তিনি যাতে তার পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। একটা সময় স্মার্টফোন ব্যবহার করাই বন্ধ করে দেন তিনি।
প্রথমে বিহার পাবলিক সার্ভিস কমিশন পাশ করেন
২০২০ সালে বিহার পাবলিক সার্ভিস কমিশনেও ৬৫ র্যাঙ্ক অর্জন করে উত্তীর্ণ হন শ্বেতা। এরপরে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারের পদে চাকরি পান শ্বেতা। এছাড়া বিপিএসসি পাশ করার পরে ইউপিএসসি পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হন তিনি। তার সবসময়ের নজর ছিল সিভিল সার্ভিসে যোগ দেওয়ার জন্য। ২০২১ সালে অবশেষে ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি, দেশের মধ্যে ৩৫৬ র্যাঙ্ক অর্জন করেন।
আরও পড়ুন: Inflation Calculator: ৫০ লাখ টাকা জমানো আছে ? ঠিক ৫ বছর পর কত হবে এই টাকার মূল্য ? জানলে অবাক হবেন
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
