![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB Class 11 admission: একাদশে ভর্তির সময়সীমা বেঁধে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের
কবে বেরোবে ভর্তির নোটিস, নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে তাও।
![WB Class 11 admission: একাদশে ভর্তির সময়সীমা বেঁধে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের WB Council of Higher Secondary Education publishes circular for Class 11 admission, know in details WB Class 11 admission: একাদশে ভর্তির সময়সীমা বেঁধে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/21/90392b78f114908005c0c562276803b8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরের দিনই একাদশে ভর্তির সময়সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ডব্লিউবি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের (উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের) অধীনে থাকা সমস্ত উচ্চ মাধ্যমিক মান্যতাপ্রাপ্ত স্কুলের প্রধানদের উদ্দেশে বুধবার এক বিক্ষপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে নির্দেশ দেওয়া হয়েছে, আগামীকাল (২২ জুলাই) সব স্কুল যাতে মাধ্যমিক পাস করা পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অ্যাডমিশন নোটিস বের করে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ থেকে ১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সেরে ফেলতে হবে স্কুলগুলিকে। আর অন্য স্কুলের পড়ুয়াদের ভর্তিপ্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে সময়সীমা ১৬ থেকে ৩১ অগাস্ট। ভর্তি প্রক্রিয়ার মাঝে যেন যাবতীয় কোভিড প্রোটোকল গুরুত্ব সহকারে মেনে চলা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতেও বিভিন্ন স্কুলকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের সই করা বিজ্ঞপ্তিতে।
মঙ্গলবারই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বাতিল হওয়া মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে নজিরবিহীনভাবে ১০০ শতাংশ পড়ুয়াই পাস করেছে মাধ্যমিকে। ৯০ শতাংশের বেশি পড়ুয়া পেয়েছে প্রথম ডিভিশন। তাই এই বিপুল সংখ্যক মাধ্যমিক পাস করা পড়ুয়াদের একাদশে ভর্তির ক্ষেত্রে হয়তো সমস্যা তৈরি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন শিক্ষাবিদদের একাংশ। তাই গোটা প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কীভাবে সামলায়, সেটা দেখার দিকেই নজর সকলের।
একঝলকে মাধ্যমিক পাস করা পড়ুয়াদের একাদশে ভর্তির ক্ষেত্রে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া বিজ্ঞপ্তি-
- আগামীকাল (২২ জুলাই) সব স্কুলকে মাধ্যমিক পাস করা পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অ্যাডমিশন নোটিস বের করতে হবে।
- ২ থেকে ১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সেরে ফেলতে হবে স্কুলগুলিকে।
- অন্য স্কুলের পড়ুয়াদের ভর্তিপ্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে সময়সীমা ১৬ থেকে ৩১ অগাস্ট।
- ভর্তি প্রক্রিয়ার মাঝে যেন যাবতীয় কোভিড প্রোটোকল গুরুত্ব সহকারে মেনে চলা হয়।
এদিকে, বৃহস্পতিবারই প্রকাশ পেতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)