WB WBBSE Madhyamik Result 2022: আগামিকাল মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন কোন ওয়েবসাইটে কীভাবে দেখবেন?
WB Madhyamik Result 2022: উল্লেখ্য, সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশের পর, সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে।
![WB WBBSE Madhyamik Result 2022: আগামিকাল মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন কোন ওয়েবসাইটে কীভাবে দেখবেন? WB Madhyamik Result 2022 Declared Tomorrow Know How To Check WBBSE Class 10 Result on ABP Ananda and other websites WB WBBSE Madhyamik Result 2022: আগামিকাল মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন কোন ওয়েবসাইটে কীভাবে দেখবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/02/b824390406208420f06590e6ce3a0df9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগামিকাল অর্থাৎ ৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশ। জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। আমাদের ওয়েবসাইট সার্চ করলেই কাল সকাল ১০টা থেকে মাধ্যমিকের ফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি এবিপি আনন্দের ওয়েসবাইটেও দেখা যাবে ফলাফল (WB Madhyamik Results)। আগামিকাল সকাল ১০টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে এই ফল।
কোন কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল (WB Madhyamik Results 2022) দেখতে পাবেন
এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com -এ সকাল ১০টা থেকে মাধ্যমিকের ফল দেখতে পাওয়া যাবে।
পদ্ধতি কী?
- প্রথমেই http://abpananda.abplive.in- যান।
- এরপর একদম উপরে একাধিক খবরের বিভাগ দেখতে পাবেন।
- তালিকার একদম ডানদিকে একটি বিভাগ রয়েছে, 'অন্যান্য' নামে।
- সেখানে মাউসের কারসার নিয়ে যান। নিয়ে গেলেই একটি ড্রপ-ডাউন বক্স খুলবে।
- এই পেজেও একাধিক বিভাগ দেখতে পাবেন। ওই তালিকায় একদম নীচ থেকে তিন নম্বর অপশন রয়েছে মাধ্যমিকের রেজাল্ট। সেখানে ক্লিক করুন।
- ক্লিক করার পরে একটি পেজ খুলবে। সেখানে মাধ্যমিকের রোল নম্বর লেখার একটি জায়গা পাবেন।
- অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বরটি লিখুন। ওই পেজেই যা যা তথ্য দিতে হবে তা রয়েছে। সেই প্রয়োজনীয় তথ্যগুলি দিন।
- তারপর ক্লিক করলেই মিলবে ওই পরীক্ষার্থীর মাধ্যমিকের ফল।
এ ছাড়া এবিপি আনন্দের ওয়েবসাইটের একটি লিঙ্ক থেকে সরাসরি এই পেজে আসতে পারবেন আপনি।
কোন লিঙ্ক:
এ ছাড়াও www.wbbse.wb.gov.in ও http://wbresults.nic.in ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে ফল।
ফল প্রকাশের পর এসএমএস করতে হবে - WB10<Space> ক্রমিক নম্বর দিয়ে ৫৬৭৬৫৭০ নম্বরে
উল্লেখ্য, সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশের পর, সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে। চলতি বছরের মার্চের ৭ তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল।
উল্লেখ্য, দু’বছর পর এবার হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022)। বেনজির ভাবে ৫০ হাজার বেড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রশাসন সূত্রে খবর, পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ ছিল ইন্টারনেট (Internet)। পরীক্ষার্থীদের কোভিড বিধি (Corona Regulations) মেনে পরীক্ষা দিতে হয়েছে মাস্ক (Mask)। পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রেও মানতে হয়েছে শারীরিক দূরত্ব (Physical Distance)। পরীক্ষাকেন্দ্রে ছিল আইসোলেশন রুমও। (Isolation Room)।
করোনার জেরে ২০২১ এ মাধ্যমিক পরীক্ষা হয়নি। কার্যত দু’বছর পর এ বছর অফলাইনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা শুরু হয়েছিল সকাল ১১টা ৪৫-এ। পরীক্ষা চলছিল দুপুর ৩টে পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ ছিল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যার নিরিখেও মাধ্যমিক পরীক্ষা তাত্পর্যপূর্ণ। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। সেখানে ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন ছাত্রী। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাস করায় এবার পরীক্ষায় বসার অসংখ্য আবেদনপত্র জমা পড়ে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)