WBCHSE Uchcha Madhyamik Result 2024 LIVE: আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট দেখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে
West Bengal HS Results 2024 : আজ ৮ মে প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (West Bengal Higher Secondary Result 2024)। কখন দেখতে পাবেন সাইটে ?
LIVE
Background
West Bengal HS Results 2024 : আজ ৮ মে প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (West Bengal Higher Secondary Result 2024)। দুপুর ১টায় ফল ঘোষণা করবে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে।
WBCHSE Uchcha Madhyamik Result 2024 LIVE: অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদনের সুযোগ কবে ?
কলকাতা: এবছর উচ্চমাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা । ওইদিনই অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।
West Bengal HS Results 2024 : ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল
কলকাতা: ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল। মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা ।
WBCHSE Uchcha Madhyamik Result 2024 LIVE: অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে
কলকাতা: ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে (ABP Ananda Website)। উচ্চমাধ্যমিকের ফলের জন্য় লগইন করুন wb12.abplive.com-এ।
West Bengal HS Results 2024 : রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
কলকাতা: গত ২ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল। এবার উচ্চ মাধ্যমিক। আগামীকাল, ৮ মে প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল