WBJEE Result Live: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফল
WBJEE Result Live Updates: প্রকাশিত হচ্ছে জয়েন্ট এন্ট্রাসের ফল
LIVE
![WBJEE Result Live: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফল WBJEE Result Live: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/26/8d1949f11b66115d26e54c6051bbf493168509234013947_original.jpg)
Background
কলকাতা: আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৩১৯টি। বিকেল ৪ টে থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ শাহিল আখতার। জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। তৃতীয় সারা মুখোপাধ্য়ায়, চতুর্থ সৌহ্রার্দ্য দণ্ডপট। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। ষষ্ঠ হলেন অরিত্র অম্বুদ দত্ত। সপ্তম কিন্তন সাহা।
।
পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার
পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র
তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বাংলা বিদ্যালয়ের ছাত্রী। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে পঞ্চম অয়ন গোস্বামী, দুর্গাপুুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে ষষ্ঠ অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণা স্কুল সোদপুরের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে সপ্তম রাজস্থানের কিন্তন সাহা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে নবম রাজস্থানের রক্তিম কুণ্ডু।রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দশম শ্রীরাজ চন্দ্র, কাটোয়ার হোলি অ্যাঞ্জেলস স্কুলের ছাত্র।
বিকেল চারটে থেকে ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা
আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ। মোট পরীক্ষার্থী ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল ৫১,৩৪৫ পরীক্ষার্থী। পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল।ফলপ্রকাশ ২৬ দিনের মাথায়।এবার পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৩২, ৯৪৪। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ১ জন। সফল হয়েছেন ৯৬,৯১৩ জন। পরীক্ষায় বসেছিলেন ৯৭, ৫২৪ জন। সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার। জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই রুবি পার্ক দিল্লি পার্বলিক স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্য়ায়। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। অষ্টম স্থান দখল করেছেন সাগ্নিক নন্দী। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু। দশম হয়েছেন শ্রী রাজ চন্দ্র।
বিকেল চারটে থেকে ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ব়্যাঙ্ক কার্ডে সমস্ত তথ্য, প্রাপ্ত নম্বর থাকছে। থাকছে বিষয়ভিত্তিক নম্বরও। থাকছে GMR এবং PMR
জয়েন্ট এন্ট্রান্সে দশম হয়েছেন শ্রী রাজ চন্দ্র
আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ। মোট পরীক্ষার্থী ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল ৫১,৩৪৫ পরীক্ষার্থী। পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল।ফলপ্রকাশ ২৬ দিনের মাথায়।এবার পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৩২, ৯৪৪। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ১ জন। সফল হয়েছেন ৯৬,৯১৩ জন। পরীক্ষায় বসেছিলেন ৯৭, ৫২৪ জন। সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার। জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই রুবি পার্ক দিল্লি পার্বলিক স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্য়ায়। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। অষ্টম স্থান দখল করেছেন সাগ্নিক নন্দী। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু। দশম হয়েছেন শ্রী রাজ চন্দ্র।
জয়েন্ট এন্ট্রান্সে নবম হয়েছেন রক্তিম কুণ্ডু
আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ। মোট পরীক্ষার্থী ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল ৫১,৩৪৫ পরীক্ষার্থী। পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল।ফলপ্রকাশ ২৬ দিনের মাথায়।এবার পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৩২, ৯৪৪। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ১ জন। সফল হয়েছেন ৯৬,৯১৩ জন। পরীক্ষায় বসেছিলেন ৯৭, ৫২৪ জন। সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার। জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই রুবি পার্ক দিল্লি পার্বলিক স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্য়ায়। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। অষ্টম স্থান দখল করেছেন সাগ্নিক নন্দী। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু।
জয়েন্ট এন্ট্রান্সে অষ্টম স্থান দখল করেছেন সাগ্নিক নন্দী
আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ। মোট পরীক্ষার্থী ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল ৫১,৩৪৫ পরীক্ষার্থী। পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল।ফলপ্রকাশ ২৬ দিনের মাথায়।এবার পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৩২, ৯৪৪। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ১ জন। সফল হয়েছেন ৯৬,৯১৩ জন। পরীক্ষায় বসেছিলেন ৯৭, ৫২৪ জন। সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার। জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই রুবি পার্ক দিল্লি পার্বলিক স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্য়ায়। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। অষ্টম স্থান দখল করেছেন সাগ্নিক নন্দী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)