WBPSC WBCS Admit Card 2021: ২২ অগাস্ট পরীক্ষা, কীভাবে বের করবেন WBCS পরীক্ষার অ্যাডমিট কার্ড ?
২২ অগাস্ট রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে এই পরীক্ষা। যা চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে হবে পরীক্ষার্থীদের।
কলকাতা: আগামী ২২ অগাস্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমস পরীক্ষা। গত ৬ অগাস্ট পরীক্ষার্থীদের জন্য অনলাইনে অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে 'ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন'(WBPSC)। কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন প্রিলিমসের অ্যাডমিট কার্ড ?
WBPSC WBCS Exam Date 2021
২২ অগাস্ট রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে এই পরীক্ষা। যা চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে হবে পরীক্ষার্থীদের। সেই প্রামাণ্য নথির মধ্যে আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে আবেদনকারীদের।
WBPSC WBCS Hall Ticket 2021
অ্যাডমিট কার্ডে থাকতে হবে কমপ্লিট ইনফরমেশন। কী থাকবে সেই তথ্যের মধ্যে ?
কর্তৃপক্ষের নাম
পরীক্ষার্থীর নাম
রেজিস্ট্রেশন নম্বর
জন্মের তারিখ
স্বাক্ষর
বাবা ও মায়ের নাম
পরীক্ষার দিন ও সময়
পরীক্ষাকেন্দ্রের নাম
পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশিকা
কীভাবে অনলাইনে পাবেন WBCS Admit Card 2021?
১ অ্যাডমিট কার্ডের জন্য প্রথমে আপনাকে WBPSC-র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২ এবার অ্যাডমিট কার্ড বা হল টিকিট অপশনে ক্লিক করুন।
৩ পরের পাতায় রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড টাইপ করুন।
৪ এখানে আপনার স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখাবে।
৫ সেভ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।
৬ পরীক্ষায় যাওয়ার সময় অ্যাডমিট কার্ডের দুটো হার্ড কপি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান।
WBCS-এর পরীক্ষায় বসার ক্ষেত্রে পরীক্ষার্থীদের নজরে রাখতে হবে সরকারের অফিশিয়াল ওয়েবসাইট- wbpsc.gov.in-এ
রাজ্যের সরকারি আধিকারিক পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদার পরীক্ষা WBCS। এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন বহু পড়ুয়া। রাজ্য সরকারি আমলা হওয়ার ক্ষেত্রে এই পরীক্ষায় বসাটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে প্রথমে প্রিলিমস ও পরে মেইন পরীক্ষার মুখোমুখি হতে হয় পরীক্ষার্থীদের। শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে হয় প্রার্থী নির্বাচন। কেন্দ্রে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (IAS) মতো রাজ্যে হয় WBCS পরীক্ষা। যেখানে প্রিলিমসে ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ইতিহাস, ভূগোল ছাড়াও দেশের অর্থনীতি ও রাজনীতি নিয়ে প্রশ্ন থাকে।
Education Loan Information:
Calculate Education Loan EMI