WB Civil Service New Exam Dates: পরীক্ষা কবে WBCS-এর, নতুন সূচি দিয়ে জানাল পাবলিক সার্ভিস কমিশন
West Bengal Civil Service exam: পরীক্ষার নতুন সূচি ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন।
কলকাতা: স্থগিত হয়ে যাওয়া কয়েকটি পরীক্ষার নতুন সূচি ঘোষণা করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। এর আগে এ মাসের শুরুতে জানানো হয়, ১৫ মে পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) (মেইন), ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) (প্রিলিমিনারি) সহ কয়েকটি পরীক্ষা। আজ জানানো হল, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) (মেইন) পরীক্ষা হবে ১৭, ১৮, ১৯ ও ২১ মে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) (প্রিলিমিনারি) পরীক্ষা হবে ৩০ মে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) পরীক্ষা হবে ১৩ জুন।
রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব পরিচালনা সংক্রান্ত কর্মকাণ্ডে প্রশাসনের আধিকারিকদের যুক্ত থাকার কারণে পরীক্ষা স্থগিত রাখার নেওয়া হয়। শনিবার থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ। ফল প্রকাশিত হবে ২ মে। তারপরেই নেওয়া হবে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলি। নতুন দিন ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পরীক্ষার্থীদের পাবলিক সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট https://wbpsc.gov.in দেখতে বলা হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) (প্রিলিমিনারি) পরীক্ষার নির্ধারিত দিন ছিল ২১ মার্চ। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) পরীক্ষার নির্ধারিত দিন ছিল ১১ এপ্রিল। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) (মেইন) পরীক্ষার নির্ধারিত দিন ছিল ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল। আজ জানা গেল এই পরীক্ষাগুলির নতুন দিন।
Education Loan Information:
Calculate Education Loan EMI