WB Fishery Recruitment: মৎস্য দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল গুরুত্বপূর্ণ তথ্য
ফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। একশো শূন্যপদে নিয়োগ হবে। রাজ্যের মৎস্য দফতরের 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড-২'-এর ক্যাডারে 'ফিশারি এক্সটেনশন অফিসার' নিয়োগ করা হবে।
কলকাতা: মৎস্য দফতরে নিয়োগ করছে রাজ্য সরকার। অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। একশো শূন্যপদে নিয়োগ হবে। রাজ্যের মৎস্য দফতরের 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড-২'-এর ক্যাডারে 'ফিশারি এক্সটেনশন অফিসার' নিয়োগ করা হবে।
যোগ্যতামান :
- স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে স্নাতক হতে হবে।
- মৎস্যবিজ্ঞান, অ্যাকায়োকালচার, মাছ ধরা এবং জলের বিভিন্ন বিষয়ে সম্পর্কে ধারণা থাকতে হবে।
- বাংলা বা নেপালিতে লিখতে এবং পড়তে পারা বাধ্যতামূলক।
- ২০২১ সালের ১ জানুয়ারি এই তারিখের নিরিখে আবেদনকারীর বয়স ৩৯ এর উপর হলে আবেদন করা যাবে না।
আবেদন ফি:
- সাধারণ আবেদনকারীদের আবেদন ফি ১৬০ টাকা।
- তফশিলি জাতি উপজাতির সহ বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৭ মার্চ। আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ মার্চ। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ। অফলাইনে চালান ডাউলোড করার শেষ তারিখ ১৭ মার্চ। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে আবেদন করা যাবে।
কমিশন জানিয়েছে, পরীক্ষা যেখানে হচ্ছে সেখানে মোবাইল ফোন, ব্লু টুথ ডিভাইস সহ যোগাযোগ করার যে কোনও মাধ্যম নিষিদ্ধ। কমিশনের নির্দেশ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হতে পারে সংশ্লিষ্ট দিন বা ভবিষ্যতের পরীক্ষাও।
Education Loan Information:
Calculate Education Loan EMI