Madhyamik Result 2024: ভোটের মধ্যেই ফলপ্রকাশ, মে মাসেই রেজাল্ট মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের
HS Result 2024: চলতি বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ভোটের মধ্যেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে। সরকারি সূত্রে খবর, ২ মে বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। তার পরের সপ্তাহে ৮ মে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এমনটাই খবর সরকারি সূত্রে।
মে মাসেই রেজাল্ট?
চলতি বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ। এর মধ্যে মাধ্য়মিক পরীক্ষার্থী ছিল প্রায় ১০ লক্ষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ। লোকসভা ভোট চলাকালীন এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর জীবনের অন্যতম বড় পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে মে মাসের ২ তারিখ রেজাল্ট বেরোতে পারে মাধ্যমিকের। ৮ মে ফলপ্রকাশ হতে পারে উচ্চমাধ্যমিকের। লোকসভা ভোট চলাকালীন কয়েকদিনের ব্যবধানে বেরোতে চলেছে দুই পরীক্ষার ফল। একটা সময় মনে করা হয়েছিল, উচ্চমাধ্যমিকে রেজাল্ট মাধ্যমিকের আগে বেরোবে। সূত্রের খবর, রেজাল্টের দিনই মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। রেজাল্টের কয়েকদিনের মধ্যে মার্কশিট পাবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।
ভোটপর্বেই ফলপ্রকাশ দুই পরীক্ষার: চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। একইভাবে ১ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক। ২৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা। আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তৃতীয় দফার নির্বাচন ৭ মে। এরই মাঝে ২ মে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল। অন্যদিকে, তৃতীয় দফার নির্বাচনের পরের দিন অর্থাৎ ৮ মে প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল। রাজ্যে চতুর্থ দফার নির্বাচন ১৩ মে।
স্কুলে শুরু গরমের ছুটি: এদিকে প্রবল গরমে রাজ্যে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি পড়েছে রাজ্যের সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে। বিজ্ঞপ্তি জারি করে গত সপ্তাহে শিক্ষা দফতর জানায়, গরমের ছুটির এই তালিকায় নাম নেই দার্জিলিং এবং কালিম্পঙের স্কুলগুলির। ফলে স্পষ্টতই সংশ্লিষ্ট দুই জেলার জন্য পূর্ববর্তী সময়সূচি বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: UPSC Success Story: শেষ সুযোগেই বাজিমাত, কীভাবে এবার UPSC-র চৌকাঠ পেরোলেন বাংলার মেয়ে পারমিতা
Education Loan Information:
Calculate Education Loan EMI