WBSHFWS Kolkata Jobs: রাজ্যে এই পদে চাকরির সুবর্ণ সুযোগ, কারা আবেদন করতে পারবেন জানেন ?
WBSHFWS Kolkata Jobs: রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে সব মিলিয়ে ৩ জন ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে কর্তৃপক্ষ।
WBSHFWS Kolkata Jobs 2022: রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে আগামী ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
West Bengal State Health & Family Welfare Samiti Jobs: রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে সব মিলিয়ে ৩ জন ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করবে কর্তৃপক্ষ। National Health Mission-এর অধীনে এই নিয়োগ করা হবে। বাছাই চাকরিপ্রার্থীদের রাজ্যের জেলার নজরদারি ইউনিটে নিয়োগ করা হবে।
DISTRICT DATA MANAGER
No. of vacancies – 03
WBSHFWS Kolkata Jobs 2022: শিক্ষাগত যোগ্যতাএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট অথবা IT/ Electronics-এ B.E বা B.Tech হতে হবে। এই কাজের ক্ষেত্রে আবেদনকারীর নির্দিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
WBSHFWS Kolkata Jobs 2022: বয়স সীমা
ডিস্ট্রিক্ট ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নতুবা প্রার্থীদের আবেদনের যোগ্য বলে বিবেচিত করা হবে না।
WBSHFWS Kolkata Jobs 2022: কীভাবে আবেদন করবেন ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে West Bengal State Health & Family Welfare Samiti, Kolkata — https://www.wbhealth.gov.in-এ আগামী ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। একবার আবেদনপত্র সঠিকভাবে জমা হয়ে গেলে আপনি একটি সিস্টেম জেনারেটেড স্লিপ স্ক্রিনে দেখতে পাবেন। সেটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন।
Official website of West Bengal State Health & Family Welfare Samiti, Kolkata — https://www.wbhealth.gov.in
আরও পড়ুন : JCI Recruitment 2021: কলকাতায় জুট কর্পোরেশনে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানেন ?
আরও পড়ুন : UPSC Recruitment 2021: আর্মি, নেভি, এয়ারফোর্সে প্রচুর পদে হবে নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI