West Central Railway Apprentice Recruitment 2024: পশ্চিম-মধ্য রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত?
Jobs And Recruitments: আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (৫ অগস্ট, ২০২৪) অনুসারে। তফশিলি জাতি ও তফশিলি উপজাতির জন্য ৫ বছর এবং ওবিসি- দের জন্য ৩ বছরের ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়।
West Central Railway Apprentice Recruitment 2024: পশ্চিম-মধ্য রেল বিভাগ (West Central Railway), জব্বলপুরে নিয়োগ হতে চলেছে শিক্ষানবিশ (Apprentice) পদে। যোগ্য এবং আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। West Central Railway - এর অফিশিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ৩৩১৭টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ৫ অগস্ট থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে।
কোথায় কত শূন্যপদ সবিস্তারে দেখে নিন
১। জেবিপি ডিভিশন - ১২৬২
২। বিপিএস ডিভিশন - ৮২৪
৩। কোটা ডিভিশন - ৮৩২
৪। সিআরডব্লুএস বিপিএল - ১৭৫
৫। ডব্লুআরএস কোটা- ১৯৬
৬। এইচকিউ / জেবিপি - ২৮
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমা
আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থা) উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। স্বীকৃত বোর্ড থেকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। তবে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথোলজি এবং রেডিওলজি) - এর জন্য আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থা) পাশ করতে হবে। পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা থাকতে হবে পড়াশোনার বিষয়ে। এছাড়াও থাকতে হবে National Trade Certificate যা দেবে NCVT অথবা SCVT।
যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (৫ অগস্ট, ২০২৪) অনুসারে। তফশিলি জাতি ও তফশিলি উপজাতির জন্য ৫ বছর এবং ওবিসি- দের জন্য ৩ বছরের ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে নির্বাচন করা হবে
মেধার ভিত্তিতে তৈরি হবে তালিকা। সেখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্যদের। দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থা) প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। আইটিআই/ট্রেড মার্কসও ধার্য করা হবে তাঁদের ক্ষেত্রে, যাঁরা Medical Laboratory Technician (Pathology & Radiology) - এর জন্য আবেদন করবেন।
অ্যাপ্লিকেশন ফি
জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে ১৪১ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে ৪১ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI