ABP Cvoter Opinion Poll 2024 : সন্দেশখালিকে জাতীয় ইস্যু করার চেষ্টায় বিজেপি সফল হবে ? কী উঠে এল C Voter সমীক্ষায়
PM Modi: সন্দেশখালির ঘটনায় রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মোদি। শুধু তা-ই নয়, বারাসাতের সভায় এসে সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।
কলকাতা : 'মা বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে।' সম্প্রতি পশ্চিমবঙ্গে একের পর এক সভায় যোগ দিতে এসে কার্যত এই ভাষাতেই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্দেশখালির ঘটনায় রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। শুধু তা-ই নয়, বারাসাতের সভায় এসে সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। ঠিক কী অভিযোগ, কাদের বিরুদ্ধেই বা অভিযোগ, জানতে চান সবটাই। এদিকে সন্দেশখালির ঘটনা সামনে আসার পর লাগাতার আন্দোলন চালিয়ে গেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হয়েছেন। সন্দেশখালি যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন তাঁরা। তারপরেও আন্দোলন জারি থেকেছে। পরবর্তীকালে সন্দেশখালির ঘটনায় তদন্তভার গেছে সিবিআইয়ের হাতে। জাতীয় SC কমিশন, জাতীয় মহিলা কমিশন থেকে সন্দেশখালির গ্রাউন্ড জিরোয় গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে জাতীয় ST কমিশন বা জাতীয় তপশিলি উপজাতি কমিশনও। এই ইস্যুতে কেন্দ্রের শাসক শিবিরের একের পর এক পদক্ষেপ চোখে পড়েছে। কিন্তু, সন্দেশখালির এই ঘটনা কি জাতীয় ইস্যু করার চেষ্টায় সফল হবে বিজেপি ? কী ভাবছে মানুষ ? উঠে এসেছে সি ভোটার সমীক্ষায়।
C Voter সমীক্ষায় প্রশ্ন ছিল, সন্দেশখালিকে জাতীয় ইস্যু করার চেষ্টায় বিজেপি সফল হবে ?
হ্যাঁ- ৪৪%
না- ৩২%
বলতে পারব না- ২৪%
(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)