Bankra: জমি বিবাদে হাওড়ার বাঁকড়ায় বোমাবাজি, আহত শিশু সহ ২
Clash at Bankra of Howrah: বোমার আঘাতে আহত এক শিশু ও জমির মালিক।
সুনীত হালদার, হাওড়া: জমি বিবাদের জেরে রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া। বোমার আঘাতে আহত এক শিশু ও জমির মালিক। প্রোমোটারের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাল্টা বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রোমোটার। গণ্ডগোলের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বোমার তীব্র আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। বোমার আঘাতে আহত এক শিশু-সহ ২। জমি বিবাদকে কেন্দ্র করে বুধবার দুপুরে এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বাঁকড়া। গণ্ডগোলে নাম জড়াল স্থানীয় এক প্রোমোটারের। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে মাহিদ খান নামে এক প্রোমোটারের সঙ্গে পাড়ার বাসিন্দা সেলিম মোল্লার দীর্ঘদিনের বিবাদের জেরে এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেলিম মোল্লার দাবি, বাঁকড়া বাজারে বহুতল নির্মাণের জন্য তাঁর কাছ থেকে জমি নিয়েছিলেন প্রমোটার মাহিদ খান। কিন্তু, চুক্তির শর্ত ভেঙে অতিরিক্ত ৩ কাঠা জমি দখল করে নিতে চাইছিলেন প্রোমোটার। এর প্রতিবাদ করলে একাধিকবার তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এরপর এদিন দুপুরে তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে প্রোমোটারের লোকজন। তাতেই আহত হন জমির মালিক।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বহুতল তৈরির জন্য একপাশে রাখা ইট ছুড়ে ফেলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে খবর, গণ্ডগোলের পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রোমোটার।
ডোমজুড় থানা সূত্রে খবর, জমি নিয়ে বিবাদের জেরে গণ্ডগোল হয়েছে। তদন্ত চলছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
অন্যদিকে, থানার সামনে অবৈধ জমায়েতের অভিযোগে হাওড়ার বালিতে বিজেপির এক স্থানীয় নেত্রী সহ ১১ জনকে গতকাল দুপুরে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন বিজেপি নেত্রীর স্বামীও। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে আগেই জারি হয়েছিল জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা। গতকালই বিজেপি নেত্রী সহ ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই নেত্রীর স্বামীকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।