এক্সপ্লোর
Advertisement
বেলঘরিয়ায় এসএফআই নেত্রীকে মদের বোতল ছুড়ে মার, ধৃত ২, অভিযুক্ত তৃণমূল
উত্তর ২৪ পরগনা: ভোটের পরে হামলা। ভোটের আগেও হামলা। এবার উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় এসএফআই নেত্রীকে মদের বোতল ছুড়ে মারার অভিযোগ। গ্রেফতার এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত দুই যুবক।
আক্রান্ত নেত্রী তানিয়া মিত্রর দাবি, রবিবার রাতে সচিন সেন পল্লিতে সিপিএমের হোর্ডিং ছিঁড়ে দিচ্ছিল তৃণমূলের কয়েকজন। বাধা দেন স্থানীয় প্রবীন সিপিএম কর্মী সত্যরঞ্জন চক্রবর্তী। মত্ত অবস্থায় পেশায় আইনজীবী ওই ব্যক্তিকে মদের বোতল দিয়ে মারতে উদ্যত হয় রনি পাল এবং সাহেব পোদ্দার। বাধা দিলে তানিয়াকে লক্ষ্য করে বোতল ছোড়ে তারা।
ভাঙা বোতলের টুকরোয় আহত হন তানিয়া। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত রনি পাল এবং সাহেব পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি, ঘটনায় দলের কেউ যুক্ত নয়।
অন্যদিকে, অশান্তি জেলাতেও। মালদায় ২ বিজেপি কর্মীর গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সুজয় ঘোষ ও ধীরেন মণ্ডল নামে দুই বিজেপি কর্মীর অভিযোগ, রবিবার রাতে বৈষ্ণবনগরের রাজনগর বাজারে তাঁদের ওপর হামলা চালায় সুজিত ঘোষ ও গাজি ঘোষ নামে দুই তৃণমূল কর্মী। গায়ে ঢেলে দেয় গরম তেল।
আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। থানায় অভিযোগ দায়ের। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
জলপাইগুড়িতে প্রহৃত হন পোলিং অফিসার। ঘটনায় প্রকাশ, পরিবার সিপিএম করে বলে জলপাইগুড়িতে গৌর দাস নামে এক পোলিং অফিসারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত স্ত্রী, মেয়ে ও শিশুপুত্রও। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত পোলিং অফিসার গৌর দাস। এক্ষেত্রেও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
অন্যদিকে, ভোটের আগে উত্তেজনা যাদবপুর বিধানসভা এলাকায়। ই এম বাইপাস লাগোয়া পঞ্চসায়র থানা এলাকার শহিদ স্মৃতি কলোনির সিপিএম সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement