(Source: ECI/ABP News/ABP Majha)
Abhijit Gangopadhyay : কাল বিকেল ৫ পর্যন্ত প্রচার করতে পারবেন না, কমিশনের কোপে অভিজিৎ
Loksabha Election 2024 : অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় সতর্ক করল কমিশন। তাঁকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিল কমিশন।
কলকাতা : শোকজের পর এবার সেন্সর, কমিশনের কোপে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতাকে বেলাগাম আক্রমণ করার অভিযোগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন। তমলুকের বিজেপি প্রার্থীকে ২৪ ঘণ্টার জন্য সেন্সর করল কমিশন।
নিয়ম অনুসারে, মঙ্গলবার বিকেল ৫ থেকে বুধবার বিকেল ৫ পর্যন্ত প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় সতর্ক করল কমিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিল কমিশন।
কী বলেছিলেন অভিজিৎ ?
প্রকাশ্য সভায় মমতাকে কুকথার জন্য অভিজিৎকে গত ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। জানিয়েছিল, বিজেপি প্রার্থী জবাব না দিলে এক তরফা পদক্ষেপ করা হবে। ২০ মে, সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ। সেই জবাব খতিয়ে দেখেছে কমিশন। সূত্রের খবর, জবাব পড়ার পরেও তাদের মনে হয়েছে, ‘কুরুচিকর ভাবে ব্যক্তি আক্রমণ’ করেছেন অভিজিৎ। আর তা করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। গত ১৫ মে হলদিয়ার পর ময়নার জনসভা থেকে মুখ্যমন্ত্রীর 'দর' নিয়ে বিতর্কিত মন্তব্য় করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, 'মমতা শুধু চোরই নন, মমতা মহিলাদের অপমান করেছেন। একজন মহিলা, যিনি আমাদের প্রার্থী (রেখা পাত্র)। তাঁকে বলেছেন ২ হাজার টাকা দিয়ে কেনা যায়। আমি পাল্টা প্রশ্ন করেছি, মমতা ব্যানার্জি তোমার দর কত? তোমাকে কত টাকা দিয়ে কেনা যায়? আমরা সবাই দাঁড়িয়ে এই কারণে বলেছি, ৭ লক্ষ, ১০ লক্ষ টাকায় তিনি শিক্ষকদের চাকরি বেচেছেন। তাঁকে ধরা পড়তেই হবে। '
দেবাংশুর কটাক্ষ
এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখলেন, ' একজন প্রাক্তন বিচারপতি যিনি বিজেপির আকালের বাজারে তাদের বাঙালি-ভদ্রলোক মুখ হতে চেয়েছিলেন, তিনি তার জীবনের প্রথম নির্বাচনেই কেবল কুকথার জন্য শাস্তি পেলেন! বিজেপির কপালটাই পোড়া! আসলে বিজেপিতে সবাই শুভেন্দু অধিকারী। মুখ খুললেই নর্দমা! কারোর গন্ধ আগে বেরোয়, কারোর একটু পরে..' ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে কমিশনের সেন্স করার সিদ্ধান্তে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুকে। প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগে ২৪ ঘণ্টা প্রচার থেকে বিরত থাকতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে।