Panchayat Election:এবার রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিন্হার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা
Rajiva Sinha:এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর।
কলকাতা: এবার রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) রাজীব সিন্হার (Rajiva Sinha) নিয়োগকে (Recruitment) চ্যালেঞ্জ করে মামলা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রশ্নে রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা...
চলতি পঞ্চায়েত ভোটে বার বার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার ভূমিকা। দিনচারেক আগে তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে তার পর। জল্পনা তৈরি হয়, এর পর কি আর পদে থাকতে পারবেন রাজীব সিন্হা? বেলাগাম সন্ত্রাস, ডেকেও না আসায় রাজীবের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যপাল, সূত্রের খবর এমনই। তার পরই ফেরত পাঠান জয়েনিং রিপোর্ট। আর তার পর পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ে। ধাক্কা খেয়েও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কারিকুরি! চলবে না চালাকি, নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছাড়ন। রাজীব সিন্হাকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির। গত কাল অর্থাৎ রবিবার অবশ্য রাজভবনে ঘণ্টাদুয়েক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, মনোনয়ন পর্বে যে অশান্তি হয়েছে তা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) সঙ্গে আলোচনা হয় তাঁর। কোন জায়গায় কত কেন্দ্রীয় বাহিনী, আলোচনা হয় তা নিয়েও। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনে এসেছিলেন রাজীব। তার মিনিট দশেক পরই বৈঠক শুরু হয়। কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা তৈরি করছেন রাজ্য নির্বাচন কমিশনার। আর সেই তালিকা নিয়েই রবিবার তিনি রাজভবনে যান বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।
প্রেক্ষাপট...
সংঘাতের আবহেই রবিবার রাজভবনে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্যপাল সি ভি আনন্দ বোস অবশ্য জানান, রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেনি রাজভবন। তিনি নিজেই সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। তাঁর কথায় 'আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলাম। আমি জানি তিনি ভোটের কাজে ব্যস্ত আছেন। যখন সময় পাবেন, তখনই আসতে পারেন। ভোট সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে।' প্রসঙ্গত, গত ১৭ জুন রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছিলেন রাজ্যপাল। রাজীব সিন্হাকে রাজভবনেই তলব করেন সি ভি আনন্দ বোস। ঠিক তার আগের দিনই সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপে বার্তাও দিয়েছিলেন। এরপরই রবিবার দুপুর ২টোয় রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার আগের শনিবারই রাজভবনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, 'রাজ্যপালকে ভোট-হিংসার কথা জানিয়েছি। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই, জানিয়েছেন রাজ্যপাল। ভোটে অশান্তি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। গতকাল ভাঙড়ে গিয়ে রাজ্যপাল বুঝেছেন আদতে কী ঘটেছে'।যদিও রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপালের তলব নিয়ে এবার টানাপড়েনের সাক্ষী থেকেছে বাংলা। তবে রবিবারের বৈঠকের পর বিভিন্ন সূত্রে খবর, নানা বিষয়ে রাজ্যপালকে জানিয়েছেন রাজীব সিনহা।
আরও পড়ুন:দার্জিলিং যাওয়ার পথে হঠাৎই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল