Mamata Midnapore Rally LIVE: বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ, নন্দীগ্রামে শুভেন্দু-শিশিরকে আক্রমণ মমতার
CM Mamata Banerjee Midnapore Rally LIVE Updates: নন্দীগ্রামে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

Background
প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোলের দিন পূর্ব মেদিনীপুরে তিনটি কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর। প্রথমে চণ্ডীপুরে জনসভা। এরপর নন্দীগ্রামের খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েত একটি মেলায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে বিরুলিয়া বাজারে নির্বাচনী সভা।
Mamata Banerjee Rally: ‘বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ’
বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ। নন্দীগ্রামে ভোটের মুখে নাম না করে শিশির ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee Rally: শিশিরের নাম করে আক্রমণ মমতার
বাবাকে কেন্দ্রে মন্ত্রী করেছিলাম, সেটাই ছেলে মানতে পারেনি। সেই জন্যই বাবার শপথেও যায়নি। ফের শিশির ও শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শিশির অধিকারীর নাম নিয়েছেন তৃণমূলনেত্রী।





















