এক্সপ্লোর
Advertisement
রেজ্জাক মোল্লাকে সেন্সর, দিল্লিতে পাঠানো হয়েছে মোদী, মমতা, সেলিমের বক্তব্যের সিডি
কলকাতা: শোকজের জবাবে সন্তুষ্ট না হয়ে এবার ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লাকে সেন্সর করল নির্বাচন কমিশন। মহম্মদ সেলিম, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর বক্তব্যের সিডিও দিল্লিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমিশনের আধিকারিকরা।
ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লাকে সেন্সর করল নির্বাচন কমিশন। সপ্তাহখানেক আগে রেজ্জাকের মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে শো-কজ করে কমিশন। তার প্রেক্ষিতে রেজ্জাক যে উত্তর দিয়েছিলেন, তাতে সন্তুষ্ট হননি কমিশনের আধিকারিকরা। বরং কমিশনের তরফে ফের সতর্ক করে দেওয়া হয় ভাঙড়ের শাসকদলের প্রার্থীকে। কিন্তু, কমিশন সূত্রে খবর, এরপর রেজ্জাক যে ব্যাখ্যা দিয়েছেন, তাতেও রীতিমতো রুষ্ট আধিকারিকরা।
একইসঙ্গে কমিশন জানিয়েছে, বীরভূমে মহম্মদ সেলিমের বিতর্কিত মন্তব্যের সিডি দিল্লিতে পাঠানো হয়েছে। সম্প্রতি ভোটের প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী একে অপরকে যেভাবে আক্রমণ করেছেন, সেই বক্তব্যের সিডিও কলকাতার দফতর থেকে পাঠানো হয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement