Election Result 2024:অভিষেক ছাড়া বিপুল ব্যবধানে জয়ের পথে শাহ-সহ এই প্রার্থীরাও
Top 3 Victories By Biggest Margin: অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর বিপুল ব্যবধানে জয়ের পথে আর কারা? তালিকায় রয়েছেন অমিত শাহও।
নয়াদিল্লি: নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দফায় দফায় ভোটের ব্যবধান বাড়ছে ডায়মন্ড হারবারের (Diamond Harbour Election Result 2024) তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Leading)। শেষ পর্যন্ত যা খবর, তাতে ৭ লক্ষ ১ হাজার ৫৬৩ ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক। বিপুল ব্যবধান নিঃসন্দেহে। তবে তিনিই একমাত্র প্রার্থী নন যিনি এতটা ব্যবধানে জয়ের পথে। সর্বশেষ খবর অনুযায়ী, গাঁধীনগরের হেভিওয়েট প্রার্থী অমিত শাহ এবং ইনদওরের বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি-ও রয়েছেন এই তালিকায়।
বিশদ...
জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইনদওরের বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি ১০ লক্ষ ৮ হাজার ৭৭ ভোটে ইতিমধ্যে জিতে গিয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটসংখ্য়া ১২ লক্ষ ২৬ হাজার ৭৫১। শঙ্করের নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএসপি-র সঞ্জয় সোলাঙ্কির প্রাপ্ত ভোটসংখ্যা ৫১ হাজার ৬৫৯। এর পরে রয়েছেন গাঁধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখনও সেখানে গণনা চলছে। তবে এখনও পর্যন্ত, শাহ পেয়েছেন ১০ লক্ষ ১০ হাজার ৯৭২টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, কংগ্রেসের সোনাল রমনভাই পটেল। তিনি এখনও পর্যন্ত পেয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ২৫৬টি ভোট। ব্যবধান অনেকটাই বাড়িয়ে ফেলেছেন শাহ। চূড়ান্ত গণনা শেষ হওয়ার আগে শেষ কথা বলার জায়গা নেই ঠিকই। তবে তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনেই যে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন, সেটা স্পষ্ট।
আর যা...
২০১৯ সালের লোকসভা ভোটে অতীতের সমস্ত রকম রেকর্ড ভেঙে ফেলেছিলেন বিজেপি নেতা সি আর পাতিল। তার আগে, যে কটি লোকসভা নির্বাচন হয়েছে, সবের নিরিখে সর্বোচ্চ ব্য়বধানে জয়ী হয়েছিলেন তিনি। গুজরাতের নবসারি লোকসভা কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী, তথা কংগ্রেসের প্রার্থীকে ৬ লক্ষ ৮৯ হাজার ভোটে হারিয়েছিলেন। তবে তিনি একটি রেকর্ড ছুঁতে পারেননি। ২০১৪ সালে মহারাষ্ট্রের বিঢ় আসন থেকে উপনির্বাচনে প্রীতম মুন্ডে ৬ লক্ষ ৯৬ হাজার ভোটে জিতে সেই রেকর্ড গড়েন। ২০২৪ সালের ভোটে নবসারি থেকেই আরও একবার জয়ের জন্য লড়ছেন সি আর পাতিল। উল্টো দিকে রয়েছেন, কংগ্রেসের নৈশব্দভাই ভূপদভাই দেসাই। এখনও তিনি রেকর্ড ভোটে এগিয়ে রয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আপাতত, তিনি কংগ্রেস প্রার্থীর থেকে ৭ লক্ষ ৬৮ হাজার ৭৯৯টি ভোটে এগিয়ে রয়েছেন। এবার কি নতুন রেকর্ড তৈরি হবে? আর কয়েক ঘণ্টা পরই বোঝা যাবে।
আরও পড়ুন:উলটপুরাণ! শাহের বেঁধে দেওয়া টার্গেট ছুঁল তৃণমূল, অর্ধেকও পেরোল না বিজেপি