Loksabha Election Result 2024: উলটপুরাণ! শাহের বেঁধে দেওয়া টার্গেট ছুঁল তৃণমূল, অর্ধেকও পেরোল না বিজেপি
Loksabha Poll Result 2024: মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার। উনিশের থেকেও শক্তি বাড়াল তৃণমূল।
কলকাতা: রাজ্যে এসে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। লক্ষ্য ছিল প্রথমে ৩৫,তারপর ৩০। ৪২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য পেপটকও দিয়েছেন শাহ। একাধিকবার রাজ্যে এসেছেন ভোটপ্রচারেও। ৭ দফায় নির্বাচন শেষে নজর ছিল ৪ জুনের দিকে। আর সেখানেই কার্যত দেখা গেল উলটপুরাণ। দুপুর ১টা ২৫ মিনিটের ট্রেন্ড অনুযায়ী, ৩১ আসনে এগিয়ে তৃণমূল। ১০টিতে বিজেপি এবং কংগ্রেস এগিয়ে ১টি আসনে।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে রাজ্যে ভোট প্রচারে আসতে শুরু করেন নরেন্দ্র মোদি। একইভাবে প্রচারে এরাজ্যে আসেন অমিত শাহও। কিন্তু যে আশা ছিল, ট্রেন্ড বলছে তার ধারে কাছেও গেল না বিজেপি। মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার। ২০১৯ সালের থেকেও শক্তি বাড়াল তণমূল। গত বছর বীরভূমে অমিত শাহ বলেন, "২৪-এ ৩৫ আসন দিন। ২৫ আসতে হবে না। তার আগে মমতার সরকার ফুস হয়ে যাবে।'' এবছর সেই টার্গেট কমিয়ে হয় ৩০। এমনকী লোকসভা ভোট পর্বেও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল অমিত শাহের গলায়। তৃতীয় দফা ভোটের আগে রাজ্যে ভোট প্রচারে এসে তিনি বলেন, "আমরা নিশ্চিতভাবে ৩০-এর বেশি আসনে জিতব। ৩৫ হওয়ারও সম্ভাবনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না।''
স্পষ্টতই, ট্রেন্ড থেকে বোঝা যাচ্ছে অমিত শাহের যে টার্গেট ছিল তার অর্ধেকও পৌঁছতে পারল না বিজেপি। বরং সেই টার্গেট পূরণ করে দিল প্রতিপক্ষ তৃণমূল। ২০১৯ সালের লোকসভা ভোটে, এরাজ্য়ের ৪২টি আসনের মধ্য়ে ১৮টিতে জিতেছিল বিজেপি। সেই লোকসভা ভোটের ফলের নিরিখে এরাজ্য়ের ১২১টি বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির টার্গেট ছিল ২০০। বাস্তবে দেখা যায় দুবছরের ব্যবধানে আগের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে আসন সংখ্যা আরও কমেছে। ৭৭টি আসনে জেতে তৃণমূল। এবার নিজেদের বেঁধে দেওয়া টার্গেটে ধারেকাছেও গেল না বিজেপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election Result 2024: এগিয়ে মোদি, শাহ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে NDA-র হেভিওয়েটরা কে কোথায়?